বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে চলছে বিধানসভার অধিবেশন। শুক্রবার বিধানসভার বাজেট অধিবেশনের জবাবী ভাষণে অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই নিয়ে এদিন বিধানসভাতেই শুভেন্দুর বিরুদ্ধে সরব হয় শাসকদল। অন্যদিকে, বিজেপি (BJP) সরব হয় অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্ৰী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) ‘অসংসদীয়’ শব্দ ব্যাবহারের বিরুদ্ধে। এক-দু কথায় শোরগোল পরে যায়। শেষমেষ বিরোধীদের তরফ থেকে চন্দ্রিমার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ (Privileged Motion Notice) জমা দেওয়া হয় বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বাজেট নিয়ে জবাবি ভাষণের সময় নিজের বক্তব্য রাখতে যান নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। তবে বিজেপি পরিষদীয় দলের তরফ অভিযোগ বিধায়কের বিরুদ্ধে বিধানসভায় দাঁড়িয়েই অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মিহিরবাবুকে ‘অমানুষ’ আখ্যা দেন চন্দ্রিমা। একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্ৰীর এহেন শব্দ শব্দ প্রয়োগে তার শাস্তির দাবিতে সরব হয় বিরোধীরা।
বিজেপির তরফে থেকে বলা হয়, এখনই মন্ত্রীকে সতর্ক করা না করলে ভবিষ্যতে অন্য কেউও বিধানসভায় দাঁড়িয়ে এরূপ আচরণ করতে পারে। এই অসংসদীয় শব্দ ব্যবহার প্রসঙ্গে বিজেপির অগ্নিমিত্রা পল বলেন, “অর্থ প্রতিমন্ত্রী নিজের বক্তৃতায় একটি অসংসদীয় শব্দের ব্যবহার করেছেন। তিনি মিহির গোস্বামীকে ‘অমানুষ’ বলেছেন। আমরা সেই কারণে প্রতিবাদ জানিয়ে একটি স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনছি ।
পাশাপাশি তৃণমূলের দিকে প্রশ্ন ছুঁড়ে বিধায়ক বলেন, “শাসকদল বলেই কি আমাদের ‘অমানুষ’ বলবে ? আইনসভায় দাঁড়িয়ে তৃণমূল বিধায়ক অসংসদীয় শব্দ বলবেন? এধরনের ঘটনা আমরা সহ্য করব না । তাই আমরা এই প্রস্তাব আনছি।” ঘটনা ঘিরে যথেষ্টই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর। তবে বিজেপির অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও।
তিনি বলেন, “আমি এই স্বাধিকারভঙ্গের নোটিশকে ভয় পাচ্ছি না। কিন্তু যে বিধায়ক আমাকে অপমান করেছেন, তাঁর বিরুদ্ধে তো বিরোধীদের মহিলা বিধায়করা চুপ রইলেন । ওরা স্বাধিকারভঙ্গের নোটিশ আনছে, এটা ওদের বিষয়। কিন্তু যে ভাবে আমাকে অপমান করা হল, সেটা তো দেখল না। যিনি নোটিশ জমা দিয়েছেন, সেই সময় তিনি অধিবেশন কক্ষে ছিলেন না । থাকার প্রয়োজন বোধ করেননি।” এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি নিয়ে তাকে কড়া ভাষায় আক্রমণ করে চন্দ্রিমা বলেন, “আমার স্বল্প বিধায়ক জীবনে কখনও দেখিনি যে বিধানসভার বাজেট অধিবেশনের জবাবী ভাষণে বিরোধী দলনেতা উপস্থিত নেই।”