লক্ষ্মীর ভাণ্ডার অতীত! এবার মহিলারা পাবেন ২১০০ টাকা! পুজোর আগেই নয়া প্রকল্প ঘোষণা

বাংলা হান্ট ডেস্কঃ তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনের পর চালু করা হয়েছিল এই প্রকল্প। বিগত ৩ বছরে এই স্কিমের জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এবার এই লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) ধাঁচেই নতুন একটি প্রকল্প ঘোষণা করা হল। নাম রাখা হয়েছে, ‘লাডো লক্ষ্মী যোজনা’।

  • লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) আদলে নয়া প্রকল্প!

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রথমে সাধারণ শ্রেণির মহিলারা মাসিক ৫০০ টাকা পেতেন। অন্যদিকে তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলারা পেতেন ১০০০ টাকা। তবে চলতি বছর ভাতা বাড়ানো হয়েছে। বর্তমানে সাধারণ শ্রেণির মহিলারা মাসিক ১০০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলারা মাসিক ১২০০ টাকা করে পাচ্ছেন। তবে সদ্য ঘোষণা হওয়া ‘লাডো লক্ষ্মী যোজনা’য় (Laado Lakshmi Yojana) মাসে মাসে ২১০০ টাকা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।

   
  • মাসে মাসে মিলবে ২১০০ টাকা!

সামনেই হরিয়ানায় বিধানসভা ভোট। তার আগে সম্প্রতি বিজেপির তরফ থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে, হরিয়ানায় পদ্ম শিবিরের সংকল্পপত্রে ২০টি প্রতিশ্রুতি রাখা হয়েছে। এর মধ্যে অন্যতম হল মহিলাদের জন্য ‘লাডো লক্ষ্মী যোজনা’। এই প্রকল্পের অধীন রাজ্যের মহিলাদের মাসে মাসে ২১০০ টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) ধাঁচে তৈরি এই প্রকল্প ছাড়াও বিজেপি সংকল্প পত্রে আরও একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ওষুধের মান নিয়ে সন্দীপের কাছে অভিযোগ নির্যাতিতার! তারপর … আরজি কর কাণ্ডে তোলপাড় করা মোড়

শহর ও গ্রাম অঞ্চলে ৫ লক্ষ বাড়ি, ‘হর ঘর গৃহিণী যোজনা’র অধীন ৫০০ টাকায় সিলিন্ডার, নূন্যতম সমর্থন মূল্যে ২৪টি ফসল কেনা, সরকারি হাসপাতালে ডায়ালিসিস ও সকল হাসপাতালে ফ্রি-তে রোগ নির্ণয়, ৫ লক্ষ যুবকের জন্য অন্যান্য কর্মসংস্থানের সুযোগ ও জাতীয় শিক্ষানবীশ প্রচার প্রকল্প থেকে মাসে মাসে উপবৃত্তি সহ মোট ২০টি প্রতিশ্রুতি দিয়েছে পদ্ম শিবির। এর মধ্যে আলাদা করে নজর কেড়ে নিয়ে মহিলাদের জন্য ঘোষণা করা ‘লাডো লক্ষ্মী যোজনা’। অনেকেই আবার এর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’এর (Lakshmir Bhandar) মিল খুঁজে পেয়েছেন।

Lakshmir Bhandar to Sukanya Samriddhi Yojana Government scheme for women details

এদিন সংকল্প পত্র প্রকাশ করে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি (Nayab Singh Saini) বলেন, ‘আমাদের সরকার ৫ বছর আগে করা প্রতিশ্রুতি রেখেছে। ২০১৪ সালে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো রেখেছি… আমরা আমাদের ইস্তেহার পূরণ করেছি বলেই জনতা আমাদের ওপর বিশ্বাস রেখেছে। অন্য দলগুলো এই রকম প্রতিশ্রুতি দেয় যা বাস্তবসম্মত নয় ও কখনও পূরণ করা যায় না’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর