বাংলার বুকে তৈরী হবে রাম মন্দির! হুমায়ুনের বাবরি মসজিদের পাল্টা বিরাট ঘোষণা BJP-র, বাজেট কত?

বাংলা হান্ট ডেস্কঃ পবিত্র অযোধ্যা ভূমির পর এবার বাংলার বুকেও তৈরী হবে ভগবান শ্রী রামের মন্দির (Ram Mandir)। আজই বিজেপির (BJp) তরফে এই মন্দির নির্মাণের দিনক্ষণ ঘোষণা করা হল। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir) বাবরি মসজিদ (Babri Masjid) তৈরীর দাবি তোলার পর এবার বিজেপির তরফে পশ্চিমবঙ্গে রাম মন্দির তৈরী করার কথা ঘোষণা করা হল।

বাংলার বুকেও তৈরী হবে রাম মন্দির (Ram Mandir)

এখনও পর্যন্ত যা খবর তাতে জানা যাচ্ছে ২০২৫ সালের ২২ জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে এই মন্দির নির্মাণের কাজ। অর্থাৎ অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের ঠিক এক বছরের মাথায় বাংলায় রাম মন্দির (Ram Mandir) নির্মাণের কাজ শুরু হতে চলেছে। কদিন আগেই দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন ঘোষণার পর বাবরি মসজিদের আদলে বাংলায় মসজিদ তৈরির দাবি তুলেছিলেন হুমায়ুন কবীর। তারপরেই এবার বাংলায় বিজেপির তরফে রাম মন্দির  তৈরির কথা ঘোষণা করা হল। জানা যাচ্ছে, এই মন্দির নির্মাণের জন্য বিজেপির তরফে মোট ১০  কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।

আরও পড়ুন: পিঠে-পুলি, পায়েস থেকে রসগোল্লা-চাটনি, মিড-ডে মিলে ১৫ ধরনের খাবার, মেনু দেখলে চমকে যাবেন

ধর্মকে শিখণ্ডী করেই চারিদিকে এখন অনাচারের আবহ। লক্ষ্যণীয় বিষয়,রাম মন্দির (Ram Mandir) নির্মাণের কথা ঘোষণা করার  কিছুদিন আগেই এই একই সুরে বাবরি মসজিদ নির্মাণ ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এমনিতে বিতর্কিত মন্তব্যের জন্য বরাবরই শিরোনামে থাকেন তিনি। তৃণমূল থেকে শোকজ করার পর কিছুদিন চুপচাপ থাকলেও আবার হুমায়ুন ফিরেছেন নিজের ছন্দে। কদিন আগেই তিনি জোর গলায় দাবি করেছেন, বাবরি মসজিদ ধ্বংসের ৩০ বছর পর আবার এই মসজিদ গড়ে তোলা হবে বাংলায়।

https://twitter.com/TimesAlgebraIND/status/1868197313102885123

 

বাংলায় বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে তৃণমূল নেতা হুমায়ুন কবীর বলেছিলেন, ‘মুসলিমদের কাছে বাবরি মসজিদ অত্যন্ত আবেগের বিষয়। আমরা সবাই  জানি, ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। ৩০ বছর পেরিয়ে গেলেও এখনও সেই বাবরি মসজিদ নির্মাণ করা হল না।’ এখানেই শেষ নয়, সেইসাথে হুমায়ুন কবির বলেছিলেন, ‘২০১৯ সালে সুপ্রিম কোর্ট  জানিয়েছিল মসজিদ নির্মাণ করার জন্য ৫ একর জমি বরাদ্দ করা হয়েছে। সেখানে নিশ্চই মসজিদ গড়ে তোলা হবে।’

Ram Mandir

একইসঙ্গে এদিন হুমায়ুন কবির জানিয়েছিলেন, ‘ অনেকে বলছেন বাংলায়, বিশেষ করে মুর্শিদাবাদে একটি নতুন বাবরি মসজিদ তৈরি হলে  নাকি মানুষকে উত্তেজিত করা হবে। কিন্তু, এটা কোনও ব্যাপার নয়। কোনও সমস্যা নেই। আর বাবরি মসজিদের জমি নিয়ে প্রশ্ন উঠলে আমি স্পষ্ট জানাতে চাই – আমরা বাবরি মসজিদ নির্মাণের জন্য রাজ্য সরকারের কাছে কোনও জমি চাইনি। কোনও সরকারি জমি বা কোনও সরকারি অনুদান নেওয়ার পরিকল্পনা নেই আমাদের।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর