শুভেন্দু থেকে লকেট, ৪ বিধানসভা আসনে ৪০ তারকা প্রচারক BJP-র! কারা ঠাঁই পেলেন তালিকায়?

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের ধাক্কা কাটিয়ে নতুন উদ্যমে নেমে পড়েছে BJP। এবার লক্ষ্য বিধানসভা উপনির্বাচন (West Bengal Assembly By Election)। আগামী ১০ জুলাই বাংলার ৪টি কেন্দ্রে ভোট হতে চলেছে। সদ্য প্রার্থীদের নাম প্রকাশ করেছে গেরুয়া শিবির। এবার তারকা প্রচারকদের (Star Campaigner) নামও ঘোষণা করে দিল BJP।

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাংলায় গেরুয়া ঝড় ওঠেনি। অর্ধেকের বেশি আসনের যে লক্ষ্যমাত্রা ছিল তা পূরণ করতে পারেনি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সুকান্ত মজুমদারদের (Sukanta Majumdar) দল। উল্টে উনিশের ভোটে জয়ী একাধিক আসনও হাতছাড়া হয়েছে তাদের। তবে এবার সেই ধাক্কা কাটিয়ে একেবারে নতুন উদ্যমে ভোট ময়দানে নামতে চলেছে তারা।

আগামী ১০ জুলাই মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা আসনে উপনির্বাচন (Assembly By Election) রয়েছে। ইতিমধ্যেই চার কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে BJP। মানিকতলা থেকে দাঁড় করানো হয়েছে কল্যাণ চৌবেকে। বাগদায় প্রার্থী হয়েছেন বিনয় কুমার বিশ্বাস। রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ থেকে টিকিট পেয়েছেন যথাক্রমে মনোজ কুমার বিশ্বাস এবং মানস কুমার ঘোষ। এবার দলের তারকা প্রচারকদের নাম ঘোষণা করল পদ্ম শিবির।

আরও পড়ুনঃ ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিপর্যয়! হাড়হিম করা ঘটনা রাঙাপানিতে … কী হল আবার?

৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ৪০ জন তারকা প্রচারকের নাম ঘোষণা করেছে BJP। সেই তালিকায় যেমন নাম রয়েছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতো বঙ্গ BJP-র শীর্ষ নেতৃত্বের, তেমনই স্থান করে নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, তাপস রায়ের মতো এবারের লোকসভা নির্বাচনে পরাজিত প্রার্থীরা।

BJP সূত্রে জানা যাচ্ছে, টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা BJP নেতা রুদ্রনীল ঘোষের নামও তালিকায় রয়েছে। সেই সঙ্গেই দলের একাধিক সাংসদকেও তারকা প্রচারক হিসেবে দেখা যাবে বলে খবর। অর্থাৎ সব মিলিয়ে, বিধানসভা উপনির্বাচনে BJP যে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ তা বেশ পরিষ্কার।

bjp flag and map representational (1)

এদিকে একুশের বিধানসভা ভোটে ওই ৪ আসনের মধ্যে ৩টিতেই জয়ী হয়েছিল BJP। মানিকতলা বাদে বাকি আসনগুলিতে ফুটেছিল পদ্ম। যদিও পরবর্তীকালে ৩ বিধায়কই তৃণমূলে যোগ দেন। আসন্ন উপনির্বাচনে কী ফলাফল হয় সেটাই এবার দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর