মোদীজির জন্মদিন উপলক্ষ্যে সপ্তাহব্যাপী বড়সড় কর্মসূচী ঘোষণা বিজেপির

বাংলা হান্ট ডেস্ক: আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। আর সেই উপলক্ষ্যে সপ্তাহব্যাপী বড়সড় কর্মসূচীর গ্রহণ করছে বিজেপি। আগামী ১৪ থেকে ২০ সেপ্টেম্বর, গোটা সপ্তাহজুড়ে ‘সেবা সপ্তাহ’ পালনের ডাক দিয়েছে বিজেপি।

প্রত্যেকবার নিজের জন্মদিন টা কাটান গুজরাটে গিয়ে মায়ের সঙ্গে দেখা করে। এবারও সেই সম্ভাবনাই প্রবল। কিন্তু এই প্রথম দেশের কোন প্রধানমন্ত্রীর জন্মদিনে দলীয় কর্মসূচি গ্রহণ করছে কোন রাজনৈতিক দল৷ গোটা দেশজুড়েই এক সপ্তাহব্যাপী মোদীর জন্মদিন উৎসব পালন করবে গেরুয়া শিবির।

জানা গিয়েছে, মোদীকে সামনে রেখেই করা হবে জনসংযোগ যাত্রা৷ সাধারণ মানুষের কাছে জানতে চাওয়া হবে অভাব-অভিযোগ। সেই মতো তা পূরণেরও ব্যবস্থা করা হবে বলেই জানা গিয়েছে বিজেিপ সূত্রে।

images 12 4

কেবল তাই নয়, ‘সেবা সপ্তাহ’ উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার করারও লক্ষ্য রয়েছে বিজেপির। একইসঙ্গে নরেন্দ্র মোদী সরকারের কর্মযজ্ঞে সাধারণ জনতা খুশি কিনা, তাও জানতে চাওয়া হবে।

সম্পর্কিত খবর