বিজেপির চার সদস্যদের মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

Published On:

নিজস্ব প্রতিনিধি,বীরভূমঃ- একই পরিবারের চার বিজেপি সদস্যদের মারার অভিযোগ উঠলো তৃনমূলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সন্ধ্যায় শান্তিনিকেতন থানা অন্তর্গত রূপপুর পঞ্চায়েতের বিনুরিয়া গ্রামে।

ছবিঃ- আহত বিজেপি কর্মী ঊজ্জ্বল ঘোষ। 

স্থানীয় সূত্রে জানা গেছে,সন্ধ্যা সাতটা নাগাদ স্থানীয় কিছু তৃণমূল কর্মী-সমর্থক,বিজেপি কর্মী ঊজ্জ্বল ঘোষের বাড়িতে এসে কাটমানি ফেরত চাইলে বিজেপি কর্মী ঊজ্জ্বল ঘোষ ও তাদের পরিবার অবাক হয়ে তাদের ফিরে যেতে বলেন। সেইসময় তৃণমূল কর্মীরা পঞ্চাশ হাজার টাকা দাবি করলে,সেই টাকা দিতে অস্বীকার করে ঊজ্জ্বল। এরপরেই ব্যাপক মারধর করা হয় বিজেপি কর্মী ঊজ্জ্বল সহ পরিবারের ৪ সদস্যকে। তারা এখন বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনাটি সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।ওই অঞ্চলে সভাপতি কাজী নুরুল হুদা জানান, ‘পারিবারিক কারণে ওরা নিজেদের মধ্যে মারামারি করেছে।এখন আমাদের নাম খারাপ করার জন্য ওরা মিথ্যা অভিযোগ করছে।’

সম্পর্কিত খবর

X