কোভিড বৈঠকে অনুপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে হাওয়া গরম করছেন মমতাঃ বিজেপি

বাংলাহান্ট ডেস্কঃ দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। অন্যদিকে করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সাহায্য চেয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জির এই চিঠিকে নিয়েই প্রশ্ন তুললেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের (Jayprakash Majumder)।

তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করে জয়প্রকাশ মজুমদার বলেন, ‘নির্বাচন কমিশন যখন মাননীয়াকে ২৪ ঘণ্টা প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল, তখন আমাদের সঙ্গে এসে ব্লুপ্রিন্ট তৈরি করতে পারতেন। বারবার কেন চিঠির প্রসঙ্গ আনছেন?’

D YxYi9XsAITgx

এরপর তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন- প্রধানমন্ত্রী যখন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছিলেন, তখন কেন তিনি সেখানে অনুপস্থিতি ছিলেন? যদি পর্যাপ্ত টিকা নাই থাকে, তাহলে সেটাই তো বলার উপযুক্ত সময় ছিল। ১৯৪৭ সালের পর উদ্বাস্তু সমস্যার পর যেভাবে জওহরলাল নেহরু ও বিধান রায়ে মধ্যে লম্বা চিঠিপত্তর লেখালিখি চলত, সেভাবেই চিঠি লিখছেন তিনি। আর নির্বাচনী সভায় হাওয়া গরম করছেন’।

রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই অভিযোগ করেছেন, বাইরে থেকে লোক এনে প্রচার করা, প্রধানমন্ত্রীর সভামঞ্চ বানানো- সব করছে বিজেপি। এই বাইরের লোকগুলো করোনা ছড়াচ্ছে। বহিরাগতদের প্রবেশে নিয়ন্ত্রণের বিষয়েও চিঠিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।

Jayprakash Majumder attacks Mamata Banerjee

এপ্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার বলেন, ‘সাধারণ মানুষেরা বাসে বাদুরঝোলা হয়ে যাচ্ছেন। পিকের সংস্থা আইপ্যাকের কর্মীরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কাজ করছেন। তারাও করোনা আক্রান্ত হচ্ছেন। নির্বাচনী ইস্যু নয় করোনা। সকলকে একসঙ্গে মিলে এর বিরুদ্ধে লড়তে হবে’।

Smita Hari

সম্পর্কিত খবর