বাংলা হান্ট ডেস্কঃ নবান্ন অভিযান (Nabanna Abhijan) ঘিরে রক্তাক্ত বাংলা। আর জি কর (RG Kar) নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। আর সেই আন্দোলন ঘিরে দফায় দফায় উত্তেজনা। কোথাও মাথা ফাটল আন্দোলনকারীদের, কোথাও আক্রান্ত পুলিশ। সবমিলিয়ে রণক্ষেত্রের রূপ নিল রাজপথ।
এই আবহে আগামীকাল ১২ঘণ্টার বাংলা বনধের (Bangla Bandh) ডাক দিল বিজেপি (BJP)। সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত বাংলা বন্ধের ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি ‘অত্যাচার’ এর বিরুদ্ধে আগামীকাল রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক গেরুয়া শিবিরের।
এদিন সাংবাদিক বৈঠক ডেকে বাংলা বন্ধের কথা ঘোষণা করেন কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার। আগামীকাল ১২ঘণ্টা ‘সাধারণ ধর্মঘট’ এর ডাক দিয়েছেন তিনি। সকলকে এই বন্ধ সফল করার আহ্বানও জানিয়েছেন সুকান্ত। সাংবাদিক বৈঠক থেকে বিজেপি নেতা বলেন, ‘‘আগামী পরশু থেকে আমরাও ধর্না শুরু করব। ছাত্র সমাজকে সব রকম আইনি ও মেডিক্যাল সাহায্য দেওয়ার জন্য আমরা প্রস্তুত। সেই লক্ষ্যে পুনরায় হেল্পলাইন নম্বর চালু করছি।’
পাশাপাশি আগামী ৩০ অগস্ট বিজেপির মহিলা মোর্চার ডাকে সকলকে পথে নামার আহ্বান জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, ‘এটা বিজেপির আন্দোলন বিজেপির নয়, এটা সমাজের আন্দোলন।’’ওদিকে বিজেপি নেতার ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক থেকে পাল্টা তৃণমূল নেতা কুণালাগছে ঘোষ সাফ জানালেন, ‘কোনো বন্ধ হচ্ছে না।’
কুণাল বলেন, ‘‘এটা ছাত্রদের আন্দোলন? না সমাজবিরোধীদের আন্দোলন? এরা সবাই ছাত্র? ব্যারিকেড ভাঙতে গিয়েছে। নবান্ন দখল করবে। উন্মত্ত জনতাকে আটকাতে যে টুকু করা দরকার শুধুমাত্র সেটাই করেছে পুলিশ। কোনও দমনপীড়ন চালানো হয়নি। বিজেপির চক্রান্ত ব্যর্থ হয়েছে তাই বাংলা বন্ধের ডাক দিয়েছে! ওদের মুখোশ খুলে গিয়েছে।’
আরও পড়ুন: নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত হেস্টিংস! টিয়ার গ্যাস ছুঁড়ল পুলিশ, রয়েছেন বিজেপির অর্জুন-কৌস্তভ
রাজ্যের মানুষের উদ্দেশে কুণালের বার্তা, ‘কোনও ফাঁদে পা দেবেন না। কোনো ধর্মঘট হবে না। আগামিকাল পশ্চিমবঙ্গের বুকে কোনও বাংলা বন্ধ নেই। জনজীবন স্বাভাবিক থাকবে। সকলে সহযোগিতা করুন। বিজেপির ডাকা বাংলা বন্ধ ব্যর্থ করুন।’’