বেআইনি ভাবে রোড শোয়ে বাধা দেওয়ায় রঘুনাথপুরের আইসি-কে পিটিয়ে হাসপাতালে পাঠাল বিজেপি

বাংলাহান্ট ডেস্কঃ বাঁধা দিয়েছিলেন বেআইনি ভাবে বিজেপির (bjp) রোড শোতে। রঘুনাথপুরের (raghunathpur) আইসি-কে বেধড়ক মারধর করল বিজেপি কর্মী সমর্থকরা। গুরুতর জখম অবস্থায় রঘুনাথপুরের আইসি সঞ্জয় চক্রবর্তীকে ভর্তি করা হয়েছে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে। রঘুনাথপুর শহরের মুনসেফডাঙা থেকে শুরু হওয়ার রোড শোয়ে হুড খোলা গাড়িতে ছিলেন রঘুনাথপুরের বিজেপি প্রার্থী বিবেকানন্দ বাউড়ি, বিজেপির উত্তর-পূর্ব দিল্লীর সাংসদ তথা ভোজপুরি সিনেমার অভিনেতা মনোজ তিওয়াড়ি এবং বেহালা পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

nbknsdnskjsuh

বিজেপির এই রোড শোয়ে তারকা প্রার্থীদের দেখতে প্রচুর মানুষের ঢল নেমে যায় রাস্তায়। এই রোড শোয়ের জন্য অনুমতি না থাকায় আগে থাকতেই বিজেপি কর্মীদের একথা জানান রঘুনাথপুরের এসডিপিও দুর্বার বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপি কর্মীরা তাঁর কথা না শোনায় ব্লক অফিসের কাছে রোড শো থামাতে গেলে তাঁকে নিগ্রহের অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে।

অন্যদিকে রঘুনাথপুর থানার ওখানে রোড শো আটকাতে গেলে আইসি সঞ্জয় চক্রবর্তীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। তাঁকে গুরুতর আহত অবস্থায় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

https://twitter.com/itspcofficial/status/1375151799020085249

এই ঘটনায় তৃণমূল শিবির অভিযোগ করেছে, বিজেপির কর্মী সমর্থকদের গুণ্ডামির জন্য বাংলার পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই ঘটনার ভিডিও নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করে পদ্ম শিবিরকে আক্রমণ করে লেখেন, ‘বিজেপির রোড শয়ে বাঁধা দেওয়ায় বিজেপি কর্মীরা পুলিশের আইসিকে মারধর করে। ওনার সুস্থতা কামনা করি। বিজেপির সন্ত্রাসের হাত থেকে বাংলাকে বাঁচান’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর