বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচনে তৃণমূল ক্ষমতায় ফেরার পর থেকেই যার ফের একবার দলবদলের সম্ভাবনা সবথেকে জোরালো হয়ে দেখা দিয়েছে তিনি ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জি (Rajib Banerjee)। বারবার দল বিরোধী মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। এমনকি কুণাল ঘোষের (Kunal Ghosh) সুখিয়া স্ট্রিটের বাড়িতে তার ‘সৌজন্য সাক্ষাৎ’-এর পরে তো আরও বেশি হাওয়া পেয়েছিল এই জল্পনা। কিন্তু স্পষ্টত দল ত্যাগ করেননি রাজীব। এরই মাঝে অভিষেক ব্যানার্জীর (Abhishek Banerjee) সঙ্গেও বৈঠক করেন তিনি।
তারপরেই একটি সংবাদমাধ্যম উল্লেখ করেছিল, রাজীবকে দল থেকে বহিষ্কার করা এখন কার্যত সময়ের অপেক্ষা। রাজ্য বিজেপি ইতিমধ্যেই একটি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করেছে এবং বিষয়টি প্রায় পাকা হয়ে গিয়েছে। এখন বাকি শুধু সীলমোহরের ছাপ। এই সংবাদ যে সম্পূর্ণ ভুয়ো এদিন টুইট করে তা জানিয়ে দিলো বাংলা বিজেপি। তাদের তরফে এই খবরটি উল্লেখ করে জানানো হয়েছে, “সংবাদ সংস্থা আইএএনএস ৮ আগস্ট একটি খবরে দাবি করে একজন পার্টি সদস্যকে বহিষ্কারের জন্য দলের মধ্যে একটি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করেছে বিজেপি। এধরনের কোন কমিটি গঠন করা হয়নি, এই খবরটি ভ্রামক এবং ভ্রান্ত।”
This story put out by news agency IANS on 8 Aug claiming that a disciplinary committee was constituted by BJP Bengal to consider expulsion of a party leader is fake and misleading. No such committee has met or discussed the matter. pic.twitter.com/lFsvlbMTWF
— BJP Bengal (@BJP4Bengal) August 9, 2021
এর আগেও একাধিক মন্তব্যে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন রাজীব ব্যানার্জি। এমনকি ফেসবুকে তিনি এও লেখেন, “বিরোধী নেতাকে বলব, যার নেতৃত্বে ও যাকে দেখতে চেয়ে বাংলার মানুষ ২১৩ টি আসনে ভোট দিয়ে তাঁর প্রার্থীদের নির্বাচিত করেছেন মুখ্যমন্ত্রীকে অযথা আক্রমণ না করে সাধারণ মানুষের দুর্দশা মুক্তির জন্য পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য হ্রাস করাই এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত।”
কিন্তু তার পরেও কেন এই টুইট করল বিজেপি? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দল রাজীব সম্পর্কে কি ভাবছে তা নিয়ে কার্যত সরাসরি বার্তা দিল হেস্টিংস। একদিকে যেমন তৃণমূল তেমনি অন্যদিকে রাজীবের কাছেও যাতে বার্তা পৌছায় তার জন্যই তড়িঘড়ি এই মন্তব্য। এ সম্পর্কে অবশ্য এখনও কোনও প্রতিক্রিয়া দেননি রাজীব। তবে বিজেপি যে তাকে দল থেকে বহিষ্কার করতে চায়না তা পরিষ্কার বুঝিয়ে দিল তারা। অবশ্য এখন আগামী দিনে পরিস্থিতি কি দাঁড়ায় সে উত্তর দেবে সময়ই।