‘ED CBI লাগিয়ে আমার চুলও ছুঁতে পারেনি’, রানাঘাটের সভা থেকে BJP কে আক্রমণ অভিষেকের

বাংলাহান্ট ডেস্ক : আসন্ন পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে তৃণমূলের পরাজিত কেন্দ্রগুলিতে এবার কোমর বেঁধে লড়াইয়ে নামছেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর তাই, বিজেপি-কে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ অভিষেক। প্রথম থেকেই বিজেপিকে আক্রমণ শুরু করেছেন তৃণমূল সাংসদ (Trinamool Congress MP)। একের পর এক জেলায় জনসভা করছেন অভিষেক। এবার তাঁর জনসভা ছিল রানাঘাট। প্রধানত মতুয়া ভোট ব্যাঙ্ককে টার্গেট করেই শনিবার রানাঘাটে (Abhishek Banerjee At Ranaghat) নির্বাচনের প্রচারে নামলেন তিনি। এদিনের মঞ্চে বক্তব্য রাখতে উঠেই আক্রমণ করলেন কেন্দ্রের মোদি সরকারকে।

abhishek

এদিন জনসভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি অন্য ধাতুতে তৈরি। মোদির সরকার আমায় ইডি-সিবিআই দিয়ে ডেকে পাঠিয়েছে। কিন্তু, আমার কেশাগ্রও স্পর্শ করতে পারেনি। যতবার ডাকবে, মাথা উঁচু করে যাব। কিন্তু, বাংলার অসম্মান হতে দেব না।’ একইসঙ্গে বিজেপি-কে রীতিমতো হুমকি দিয়ে বলেন, ‘যদি কেউ ভাবে তৃণমূল কংগ্রেসকে হুমকি দিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া যাবে তাহলে ভুল ভাবছে। তৃণমূল এমন এক ধাতুতে গড়া যাকে যত আঘাত করবে তত শক্তিশালী হবে। রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল।’

এদিন রানাঘাটের সভায় অভিষেক আরও বলেন, ‘তিন বছর কেটে গেল। এখনও সংশোধিত নাগরিকত্ব আইনের রুল ফ্রেম হল না কেন? সিএএ একমাত্র ভারতীয় আইন, যেটা আইনসভার পাশ হওয়ার পরও কার্যকর হয়নি। এর আগে যত আইন পাশ হয়েছে, একমাস-দেড় মাসের মধ্যে তার রুল ফ্রেম হয়ে যায়। তাহলে সিএএ’র রুল ফ্রেম হতে এত সময় লাগছে কেন? তার কারণ মানুষকে বোকা বানানো। মানুষকে ভুল বোঝানো।

এই সভা থেকেই বিজেপির বিরুদ্ধে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তোপ দেগে অভিষেক বলেন, ‘ওরা সাইবেরিয়ার পরিযায়ী পাখি। ভোটের আগে আসে, ভোট হয়ে গেলে চলে যায়। রানাঘাট থেকে বিজেপির জঞ্জাল সরান।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর