‘ষড়যন্ত্র করছে…’, তৃণমূল নয় এবার অভিজিৎ গাঙ্গুলির নিশানায় অন্য কেউ, ভোটের মাঝেই তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। আবহাওয়ার পাশাপাশি উর্দ্ধমুখী রাজনীতির পারদও। বর্তমানে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সকল রাজনৈতিক দল। এরই মাঝে রবিবার ভোটপ্রচারে বেরিয়ে শাসকদলের আইপ্যাককে একহাত নিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। আইপ্যাককে (I-PAC) সতর্ক করে রীতিমতো হুঁশিয়ারি অবসরপ্রাপ্ত বিচারপতির।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘একটি সংস্থা আছে আইপ্যাক। তাদের কিছু কর্মী… এবারও তারা ষড়যন্ত্র করছে। তাদের সামনে ঘোর দুর্দিন আসছে। এটুকু শুধু বলতে পারি।’ পদ্ম প্রার্থীর হুঁশিয়ারি, ‘তারা টাকার বিনিময়েই কাজ করুন, বা যেভাবেই করুন… সাবধানে থাকবেন। মানুষের গণতান্ত্রিক ইচ্ছার বিরোধিতার জন্য কোনও ষড়যন্ত্র করলে তারাও কিন্তু আর বাড়ি ফিরবেন না।’

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা ‘আইপ্যাক’। এই পেশাদার সংস্থার সঙ্গেই এককালে জড়িত ছিলেন প্রশান্ত কিশোর ওরফে পিকে। বর্তমানে তিনি আর এই সংস্থার অংশ নন। তবে আইপ্যাক নিয়ে এখনও চৰ্চার শেষ নেই। গত বিধানসভা নির্বাচনে পিকের হাত ধরে বঙ্গ রাজনীতিতে তৃণমূলের হয়ে কাজ করেছে আইপ্যাক। এবার ভোটের মাঝে সেই সংস্থার কর্মীদেরই সতর্ক করে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

২০২৪ লোকসভা ভোটে বাংলায় অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র গুলির মধ্যে একটি তমলুক। এই লোকসভা কেন্দ্রে বিজেপির বাজি কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার বিপরীতে দাঁড়াচ্ছেন তৃণমূলের তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্য। বাম প্রার্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। ওদিকে আইএসএফ এর হয়ে লড়বেন চাকরিপ্রার্থী মাহি।

justice abhijit ganguly reveals the reason of joining bjp

আরও পড়ুন: মমতার দেওয়া সবুজসাথী সাইকেল বিকোচ্ছে বাংলাদেশে! কীভাবে পাচার হচ্ছে? দামই বা কত?

তমলুক কেন্দ্রের অন্তর্গত ৭টা বিধানসভার মধ্যে রয়েছে শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামও। ২০২১ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জয়ী হয়েছিলেন শুভেন্দু। আর এবার সেই শুভেন্দুর হাত ধরেই তমলুকে অভিজিৎ পদ্ম ফোটায় নাকি ফলে জোড়াফুল তা জানা যাবে আগামী ৪ জুন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর