বোলপুরে বিজেপির প্রার্থীকে বাঁশ নিয়ে তাড়া, পুলিশের সামনেই ভাঙা হল গাড়ি

বাংলাহান্ট ডেস্কঃ শেষ ভোটের অন্তিম পর্যায়েও দফায় দফায় অশান্তির খবর এসেছে চারিদিক থেকে। কখনও কলকাতা আবার কখনও অনুব্রত মণ্ডলের গড় বীরভূম থেকে। আর এবার বীরভূমের বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর এবং ওনাকে বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

বীরভূম জেলার বোলপুর কেন্দ্রের ইলামবাজারে এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপিকে প্রার্থীকে বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আরেকদিকে, তৃণমূল অভিযোগ করে বলেছে, বিজেপির মারে তাঁদের ৪ জন কর্মী জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত বিশাল পুলিশ বাহিনী।

ইলামবাজারে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠার পর অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। ভীত-সন্ত্রস্ত ভোটারদের বুথের দিকে নিয়ে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী। সেই সময় তৃণমূল-বিজেপির মধ্যে হাতাহাতি শুরু হয়। তৃণমূল অভিযোগ করে বলে, বিজেপির প্রার্থী সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে এলাকায়।

Koushik Dutta

সম্পর্কিত খবর