নির্বাচনে প্রার্থী গরীব টোটো চালক, আসানসোলে বিজেপির তুরুপের তাস তারকনাথ ধীবর

বাংলাহান্ট ডেস্ক : রাজনীতির চেনা ময়দানে এ যেন এক অচেনা ছবি। টোটো নিয়ে গ্রামে ঘুরে ঘুরে পুরভোটের প্রচার চালাচ্ছেন এক যুবক। না অন্য কারও জন্য নয়, নিজের জন্যই। ওই যুবক এবার আসানসোল পুরসভার ১০৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী। পেশায় টোটোচালক তারক নাথ ধীবর ওরফে গোবিন্দ হাতিনলের বাসিন্দা। অন্যান্য অনেক প্রার্থীই যেখানে কোভিড বিধিকে তোয়াক্কা না করেই চালিয়ে যাচ্ছেন প্রচার, সেখানে এই ব্যাপারে ভীষণই কড়া তারক নাথ। ভোট প্রচারে তাঁর সঙ্গী কেবল তাঁর টোটোখানি, সঙ্গে কখনও কখনও সর্বোচ্চ ৫ জন লোক। এভাবেই গ্রামের অলিগলিতে টোটো থামিতে প্রতিটি দোরগোড়ায় পৌঁছচ্ছেন তিনি।

ওই বিজেপি প্রার্থী বলেন, ‘দল আমাকে এই সুযোগ দিয়েছে তাই আমি অত্যন্ত খুশি৷ মানুষের কাছে পৌঁছাতে চেষ্টা করছি। আমি নিজেও গরীব ঘরের, তাই মানুষের দুঃখ কষ্ট গুলো বুঝে তাঁদের পাশে দাঁড়াতে পারব। আশা করছি মানুষ আমার উপর ভরসা রাখবেন’।

ইতিমধ্যেই তারকনাথের উপর, ভরসা করতে শুরু করেছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি অত্যন্ত ভালো ছেলে তিনি। সবসময় বিপদে আপদে মানুষের পাশেই থাকেন। এবার তিনি প্রার্থী হয়েছেন। তাই তিনি যদি জেতেন তাহলে সুখ দুঃখে, বিপদে আপদে তাঁর সাহায্য পাবে এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা সাধন মুখোপাধ্যায় জানান, ‘আমাদের এখানে গোবিন্দকে প্রার্থী করেছে বিজেপি। এই ব্যাপারে আমরা ভীষণই খুশি। খুব কষ্ট করে অতি সাধারণ ভাবে জীবনযাপন করেন তিনি। তাই তিনি মানুষের জন্য কাজ করবেন কাউন্সিলর হলে।’

নিজের মাসিক আয় মাত্র ৪ হাজার টাকা বলেই জানিয়েছেন তারকনাথ। যে টোটোটি তিনি চালান সেটিও ভাড়া নেওয়া। ভাড়া বাবদ রোজ মালিককে দিতে হয় ২৫০ টাকা। ভোট প্রচারের জন্য এই খরচই বেড়ে হয়েছে এখন ৪০০ টাকা। অবশ্য এই টাকাটুকু এখন দলই মেটাচ্ছে বলেই জানান তিনি। ভোটযুদ্ধে এবার এলাকার অনুন্নয়নকেই হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে লড়ছেন ওই বিজেপি প্রার্থী ।

প্রসঙ্গত উল্লেখ্য, দিন পাঁচেক আগে তারকনাথের হয়ে ১০৩ নম্বর ওয়ার্ডে প্রচারে আসেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। তিনিও অনগ্রসর জাতিরই প্রতিনিধি। তাই প্রচারে এসে চন্দনা জানান, ‘মানুষের আশির্বাদে আমার মতন দাদাও এবার ঠিক জিতবেই’। অবশ্য এই প্রচারে বাবুল সুপ্রিয়র গাওয়া মমতা বিরোধী গান বাজানোকে নিয়ে বেশ খানিক জলঘোলাও হয়েছিল বঙ্গের রাজনৈতিক মহলে। তবে এবার আসানসোল পুরনিগমের ১০৩ নম্বর ওয়ার্ডে বিজেপির তুরুপের তাস যে তারকনাথই, তা বলা বাহুল্য।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর