বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার সকালে প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার। হরিদেবপুর এলাকায় প্রচারের সময় ওনার উপর হামলা করা হয়। ওনাকে বেধড়ক মারধরও করা হয়। গুরুতর আহত অবস্থায় দীপক হালদারকে ডায়মন্ড হারবার মহাকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
দলীয় প্রার্থীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন কয়েকজন বিজেপির নেতা-কর্মীও। ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
তৃণমূল পাল্টা অভিযোগ করে বলেছে, দীপক হালদার আগে তৃণমূলের বিধায়ক ছিলেন এরপর তিনি বিজেপিতে যোগ দিয়ে টিকিট পান। আর সেটা বিজেপির অনেকেই মেনে নিতে পারছে না বলেই ওনার উপরে হামলা হয়েছে। তৃণমূল দাবি করেছে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল আমাদের এতে কোনও হাত নেই।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…