বিজেপির হয়ে মনোনয়ন দিতে গিয়ে তৃণমূলে যোগ, অবাক কান্ড ঘটালেন আসানসোলের প্রার্থী

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে নির্বাচনের আবহ তৈরি হলেই সদ্য তৈরি হওয়া দলবদলের ট্রেন্ডে গা ভাসান অনেকেই। শাসক হোক বা বিরোধী, প্রতিটি দলেই চলে এই দলবদলের খেলা। কিন্তু, এবার যেটা হল তা দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরাও!

ঘটনাটি ঘটেছে আসানসোলে। গত মঙ্গলবারই সেখানে ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সেই অনুযায়ী, দুপুর নাগাদ মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন আসানসোলের ২৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পিন্টু মুখোপাধ্যায়। এতদূর সব ঠিকঠাক থাকলেও তারপরেই ঘটে সেই অদ্ভুত ঘটনা!

   

মনোনয়নপত্র জমা দেওয়ার পরই তিনি পৌঁছে যান মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে। সেখানেই তিনি দলবদলের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। শুধু তাই নয়, পিন্টুর হাতে দলীয় পতাকাও তুলে দেন মন্ত্রী। যার জেরে, স্বাভাবিকভাবেই বাতিল হয়ে যায় তাঁর মনোনয়ন।

এই ঘটনার পরেই একপ্রকার সাড়া পড়ে যায় রাজনৈতিক মহলে। এর আগে অনেকেই দলবদল করলেও মনোনয়নপত্র জমা দিতে গিয়ে দলবদলের ঘটনা নিঃসন্দেহে এই প্রথম। এই প্রসঙ্গে বিজেপির তরফে অবশ্য দাবি করা হয়েছে যে, যে পিন্টু তৃণমূলে যোগ দিয়েছেন তিনি বিজেপির পিন্টু নন।

IMG 20220105 190344

এদিকে, স্বয়ং পিন্টু দাবি করেছেন যে, তিনিই বিজেপির দলবদল করা প্রার্থী। পাশাপাশি, তিনি আরও জানান, কোনো চাপে পড়ে নয়, বরং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যে উন্নয়ন করছেন তা দেখেই এই সিধান্ত নিয়েছেন তিনি। এই প্রসঙ্গে মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন যে, “এভাবেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চাইছেন অনেকেই। এবারের নির্বাচনে বিজেপি চতুর্থ স্থানে থাকে কিনা সন্দেহ!”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর