বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বাংলাকে পাখির চোখ করে রনণীতি তৈরি করছে BJP। আর সেই রনণীতিতে বিজেপির তুরুপের তাস হয়ে উঠেছে বসিরহাটের সন্দেশখালি (Sandeshkhali)। সন্দেশখালির অত্যাচারিত জনগনের হয়ে প্রাক্তন তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে সোচ্চার রেখা পাত্রকে (Rekha Patra) প্রার্থী করেছে বিজেপি।
তারপর থেকেই সমগ্র রাজ্য রাজনীতিতে তাকে নিয়েই চর্চা। প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই চিন্তার ভাঁজ রেখার কপালে। প্রাথমিকভাবে তিনি জানিয়েছিলেন, এতবড় ঘটনার পর মোটেও নিজেকে নিরাপদ বলে মনে করছেননা তিনি। গত বুধবার তো সন্দেশখালির সভায় উপস্থিত হয়ে অসুস্থও হয়ে পড়েন তিনি।
সূত্রের খবর, গতকাল রাতে সন্দেশখালির একটি সভামঞ্চে গিয়েছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেখানে গিয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় কল্যানীর এইমসে। এলাকায় পৌঁছে সেখানকার মহিলাদের সাথে কথাও বলেন তিনি। স্বাভাবিকভাবেই তাকে সামনে দেখে আবেগতাড়িত হয়ে পড়েন এলাকার মানুষজন।
আরও পড়ুন : ওয়াইসির গড়ে তোলপাড়, মিম প্রধানের বিরুদ্ধে লোকসভা প্রার্থী ‘সানিয়া’! কোন দলের হয়ে লড়বেন?
তবে এইদিন হঠাৎ করেই অসুস্থবোধ করতে থাকেন রেখা। হাসপাতালে নিয়ে গেলে শুরু হয় চিকিৎসা। রেখার পরিবার সূত্রে জানা গেছে, মূলত ডিহাইড্রেশনের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। চিকিৎসকরা একাধিক রক্ত পরীক্ষার পর স্যালাইন দেন তাকে। তারপর থেকেই সন্দেশখালির মানুষদের উদ্বেগ বাড়তে থাকে। প্রশ্ন উঠেছিল, রেখা কি আগামী দিনের প্রচারের কাজে আসতে পারবেন নাকি অসুস্থতার কারণে সবটাই ভেস্তে যাবে? এখন কেমন আছেন তিনি?
আরও পড়ুন : বাংলার মানুষকে ৩ হাজার কোটি টাকা দেবে কেন্দ্র! কারা পাবেন? ভোটের মুখে গ্যারান্টি মোদীর
সূত্রের খবর, চিকিৎসকরা জানিয়েছেন, গতকালকের চেয়ে এখন অনেকটাই ভালো আছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। ইতিমধ্যেই তাকে হাসপাতাল থেকে রিলিজও করে দেওয়া হয়েছে। আজ থেকে ফের এক দফায় প্রচার শুরু করবেন সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা। পাশাপাশি খবর মিলেছে, তাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথাও ভাবনাচিন্তা করছে কেন্দ্র।