বাংলা হান্ট ডেস্কঃ ফের একবার সংবাদের শিরোনামে সন্দেশখালি। এবার সৌজন্যে এক ‘স্টিং অপারেশনে’র ভিডিও (Sandeshkhali Sting Operation)। দিনকয়েক আগে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওয় দাবি করা হয়, সন্দেশখালির ২ ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল নিজে স্বীকার করেছেন সন্দেশখালির বুকে নারী নির্যাতনের ঘটনাগুলি সাজানো! বাংলা হান্টের তরফ থেকে যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। তবে এবার এই ভিডিও প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিস্ফোরক দাবি করলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র (Rekha Patra)।
গত শনিবার ভাইরাল হওয়া সন্দেশখালি ‘স্টিং অপারেশনে’র এই ভিডিওকে হাতিয়ার করে ক্রমাগত বিজেপিকে (BJP) আক্রমণ করে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও ভিডিওতে যে নেতার মুখ দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে, সেই গঙ্গাধর (Gangadhar Kayal) বলেন, ভাইরাল ভিডিওয় তাঁর কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে। তবে এবার সম্পূর্ণ ভিন্ন সুর শোনা গেল রেখার গলায়।
সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ‘স্টিং অপারেশনে’র ভিডিওয় দাবি করা হয়, গঙ্গাধর বলছেন, সন্দেশখালির মহিলাদের ফুসলিয়ে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। তবে আসলে এমন কিছুই ঘটেনি, সবটাই সাজানো! এই ‘চক্রান্তে’ শুভেন্দু অধিকারী জড়িত বলেও দাবি করা হয়েছে।
আরও পড়ুনঃ ‘CBI আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাক…’, হঠাৎ কেন এমন বললেন অভিষেক? তোলপাড় রাজ্যে
যদিও গঙ্গাধরের বক্তব্য, প্রযুক্তি ব্যবহার করে তাঁর মুখ এবং কণ্ঠস্বরের সঙ্গে কাটাছেঁড়া করা হয়েছে। ইতিমধ্যেই সিবিআইয়ের কাছে অভিযোগও জানিয়েছেন তিনি। তবে এবার রেখা বললেন, হয়তো গঙ্গাধরের স্ত্রী-সন্তানের মাথায় বন্দুক ঠেকিয়ে এসব বলিয়েছে তৃণমূল কংগ্রেস।
সন্দেশখালি ‘স্টিং অপারেশনে’র ভিডিও প্রসঙ্গে রেখাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এটা তৃণমূল কংগ্রেসের একটা চাল। হেরে যাবে এই ভয়ে ওরা এসব করছে। যা হোক কিছু করে বিজেপির ক্ষতি করতে চাইছে তৃণমূল। সেই জন্য আমি এটা নিয়ে কিছু বলতে চাইছি না। তবে এটা তৃণমূল কংগ্রেসের কাজ। হয়তো ওঁর (গঙ্গাধর) বাড়ি গিয়ে বউ-বাচ্চার মাথায় বন্দুক ঠেকিয়ে ওঁকে দিয়ে মিথ্যে কথা বলানো হয়েছে’। যদিও গঙ্গাধরের দাবি, তিনি এমন কিছুই বলেননি। তাঁর ছবি এবং কণ্ঠস্বর প্রযুক্তির সাহায্যে বিকৃত করা হয়েছে।