ফের বিজেপির প্রার্থীর উপর হামলা, চলল কয়েক রাউন্ড গুলিও! অভিযুক্ত তৃণমূল

বাংলা হান্ট ডেস্কঃ আবারও রাজনৈতিক সংঘর্ষের সাক্ষী হয়ে রইল মহানগরী। বিজেপির প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে। বেলগাছিয়া ট্রাম ডিপোর কাছে বিজেপির সভা শুরু হওয়ার আগেই এই কাণ্ড ঘটে। বিজেপির প্রার্থী শিবাজি সিংহ রায়ের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকি বিজেপির প্রচার সভাও ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে।

সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। ওনার গাড়িতেও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপর অর্জুন সিংয়ের নিরাপত্তা রক্ষীরা হাওয়ায় গুলিও চালায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয় মানুষদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।

বেলগাছিয়া ট্রাম ডিপোর কাছে কাশীপুর-বেলগাছিয়ার বিজেপি প্রার্থী শিবাজি সিংহরায়ের একটি সভা হওয়ার কথা ছিল। ওই সভায় যোগ দিতে যান বিজেপির সাংসদ অর্জুন সিংহ। সেখানেই সভা শুরু হওয়ার আগে তৃণমূলের বিরুদ্ধে হামলার করার অভিযোগ তোলে বিজেপির নেতা-কর্মীরা। তৃণমূলের এই হামলায় বিজেপির প্রার্থী আহত হন। অর্জুন সিংয়ের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোরও অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

Koushik Dutta

সম্পর্কিত খবর