শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ আনলো বিজেপি নেতা কর্মীরা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ প্রার্থী তালিকা ( Candidate List ) প্রকাশ পেতেই শাসকদল তৃণমূল ( TMC ) থেকে প্রধান বিরোধী দল বিজেপির ( BJP ) অন্দরে নেতা ও কর্মী-সমর্থকদের মধ্যে ব্যপক ক্ষোভের সঞ্চার হচ্ছে। এখন যা বেরিয়ে আসছে প্রকাশ্যেই। যার ফলস্বরূপ বৃহস্পতিবার নিজেদের কার্যালয়েই ভাঙচুর চালায় বিজেপি নেতা ও তার অনুগামীরা। যা নিয়ে উত্তাল হয়ে উঠেছে মালদা জেলার মানিকচক ( Manikchak ) বিধানসভা কেন্দ্র।

জানা যাচ্ছে, সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া গৌড় চন্দ্র মন্ডলকে মানিকচকের প্রার্থী হিসেবে ঘোষণা করায় হল এই বিক্ষোভের কারণ। স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের দাবি ছিল, দীর্ঘদিন ধরে গেরুয়া শিবিরের হয়ে রাজনীতি করে আসা অনিল মন্ডলকে এবারের নির্বাচনে প্রার্থী করার।

তেমনটা না হওয়াতেই ক্ষোভে ফেটে পড়েন অনিল মণ্ডলের অনুগামীরা। ভাঙচুর করা হয় অফিসের সমস্ত আসবাবপত্র। আগুনও জ্বালিয়ে দেওয়া হয় তাতে। এমনকি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হয়।

এসবের পাশাপাশি স্থানীয় বিজেপি নেতা অনিল মণ্ডল ও তার কর্মী-সমর্থকদের অভিযোগ, ‘অর্থের বিনিময়ে প্রার্থী পদের টিকিট বিক্রি করছে বিজেপি নেতৃত্ব।’ এমনকি তারা সরাসরি শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেন , ‘ এই আর্থিক লেনদেনের পিছনে যুক্ত রয়েছেন তিনি’। শুভেন্দু ছাড়াও এ নিয়ে জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডলের দিকেও আঙুল তোলে।

উল্লেখ্য, একসময়ের তৃণমূলের দাপুটে নেতা ও মন্ত্রী হিসেবে পরিচিত মুখ শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । যাকে ইতিমধ্যেই লড়াইয়ের ময়দানে বিজেপির তরফে দেওয়া হয়েছে একজন সেনাপতির সমতুল মর্যাদাও। তবে এবার তারই বিরুদ্ধে অর্থের বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ ঘিরে শোরগোল পড়ে বঙ্গ রাজনীতিতে।

X