পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! ভোট গণনার আগের দিন হাই কোর্টে ছুটলেন BJP প্রার্থীরা, তোলপাড়!

বাংলা হান্ট ডেস্কঃ মোটের ওপর সুষ্টুভাবে সম্পন্ন হয়েছে চব্বিশের লোকসভা নির্বাচন। বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদ দিলে তেমন কোনও বিরাট অশান্তির খবর পাওয়া যায়নি। প্রাণহানির খবরও তেমন সামনে আসেনি। এবার রাত পোহালেই ভোটের ফল ঘোষণার পালা। তবে তার আগেই কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন BJP প্রার্থীরা।

ভোটের আবহে পুলিশের (Police) বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ এনেছেন গেরুয়া শিবিরের প্রার্থীরা। মামলাকারীদের তরফ থেকে নিরপেক্ষ তদন্তের দাবিজানান হয়েছে। জানা যাচ্ছে, বেশ কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ আনা হয়েছে। সোমবার দুপুর ১টায় হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি হবে।

   

এবারের লোকসভা নির্বাচনে বাংলা তেমন একটা অশান্ত হয়নি। মোটের ওপর শান্তিপূর্ণভাবে ভোট করাতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন। তবে BJP প্রার্থীদের একাংশ অভিযোগ তুলেছেন, বেশ কিছু ভোটগ্রহণ কেন্দ্রে বিরোধী শিবিরের বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, কেবলমাত্র হেনস্থা করার জন্য পদ্ম প্রার্থীদের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে ভুয়ো মামলা করা হয়েছে বলেও অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে তৃণমূলি হামলা! ৬০-৭০ জন দুষ্কৃতী এসে যা করল … ফের অগ্নিগর্ভ সন্দেশখালি!

এই বিষয়ে ঝাড়গ্রামের BJP প্রার্থী প্রণত টুডুর কথা উল্লেখ করেছেন মামলাকারীরা। ষষ্ট দফার ভোটের সময় খানিক উত্তপ্ত হয়েছিল ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের কিছু এলাকা। ভোটচলাকালীন গড়বেতার মংলাপাতা অঞ্চলে আক্রান্ত হন পদ্ম প্রার্থী প্রণত। তাঁর গাড়ি ভাঙচুর করার পাশাপাশি তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানও জখম হন বলে অভিযোগ।

Calcutta High Court

এই ঘটনা নিয়ে সেই সময় তুমুল চর্চা হয়েছিল। তবে এর পরেও উল্টে প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, বসিরহাটের BJP প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধেও এমনই ভুয়ো মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সব মিলিয়ে, ভোটের বঙ্গে পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ এনে এবার উচ্চ আদালতের দ্বারস্থ হলেন BJP প্রার্থীরা। ভোট গণনার আগের দিন পদ্ম প্রার্থীদের এই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর