বাংলা হান্ট ডেস্কঃ দেশের রাজধানী দিল্লীর (Delhi) তিনটি পুরসভায় (Municipal Corporation) আসন্ন মেয়র নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party) নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। এর সাথে সাথে সভাপতি, সহ-সভাপতি আর সদনের নেতাদের নামেরও ঘোষণা করেছে বিজেপি। নামের ঘোষণার পর সমস্ত বিজেপি প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বীতায় মনোনয়ন দাখিল করেছে। আর এই কারণে বিজেপির প্রার্থীদের জয় নির্ধারিত বলে ধরে নেওয়া হয়েছে। এই জয়ের অফিসিয়ালি ঘোষণা ২৪ জুন বুধবার করা হবে।
গত বুধবার দিল্লী বিজেপির রাজ্য সভাপতি আদেশ কুমার গুপ্তা ট্যুইট করে উত্তর দিল্লীর পুরসভার মেয়র পদের জন্য জয় প্রকাশ, পূর্ব দিল্লীর মেয়র পদের জন্য নির্মল জৈন আর দক্ষিণ দিল্লীর মেয়র পদের জন্য অনামিকা মিথিলেশ এর নাম ঘোষণা করেছিলেন।
আপনাদের জানিয়ে দিই, দিল্লীর তিনটি পুরসভাতেই বিজেপির কবজা ছিল আগেই। পুরসভার কার্যকাল পাঁচ বছর পর্যন্ত চলে, কিন্তু মেয়রের কার্যকাল এক বছর পর্যন্ত চলে দিল্লীতে। প্রথম বছর মহিলা কাউন্সিলরের জন্য সংরক্ষিত থাকে। আর দ্বিতীয় বছরে যেকোন লিঙ্গ এবং শ্রেণীর মানুষ মেয়র হতে পারেন। তৃতীয় বছরের সংরক্ষিত শ্রেণীর মানুষই মেয়র হওয়ার অধিকার পান। আর শেষের দুই বছরে যেকেউ মেয়র হতে পারেন।
নিয়ম অনুযায়ী, মেয়রের নির্বাচন কাউন্সিলরেরা মিলে করেন, কিন্তু প্রার্থীদের নাম ক্ষমতায় থাকা দল ঘোষণা করে। যেহেতু বিজেপি তিনটি পুরসভাতেই ক্ষমতায় আছে, সেহেতু বিজেপির প্রার্থীদের তিনটি পুরসভাতেই মেয়র হওয়া নিশ্চিত। যদিও আধিকারিক দিক থেকে আগামী ২৪ জুন বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা হবে।