২৪-এ ২৪! লোকসভা ভোটের টার্গেট স্থির BJP-র কেন্দ্রীয় নেতৃত্বের! গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর নির্দেশ বঙ্গনেতাদের

বাংলাহান্ট ডেস্ক : পাখির চোখ ২০২৪ সালের লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। বাংলা থেকে আসন পেতেই হবে অন্তত ২৪টি আসন। এই লক্ষ্যমাত্রাই বেঁধে দেওয়া হল বঙ্গ–বিজেপি নেতাদের। টার্গেট চব্বিশে ২৪। প্রাথমিকভাবে এমনই আসন জয়ের লক্ষ্য রাখছে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। তবে এতটাও সহজ হবে না ২৪টি আসনে পদ্ম ফোটানো। ২৪ আসন পাওয়ার পথে বিজেপির প্রধান বাধা বাংলায় দলের দুর্বল সংগঠন, চূড়ান্ত গোষ্ঠীদ্বন্দ্ব এবং নেতা–কর্মীদের গাছাড়া মানসিকতা।

এদিনের বৈঠকে বিজেপি সভাপতি জেপি নড্ডা বাংলার সাংসদদের বলেন, ‘‌বিধানসভা নির্বাচনের সময় যে ভুলগুলো হয়েছিল, তার পুনরাবৃত্তি যেন না হয়। সকলকে নিয়ে একসঙ্গে চলতে হবে। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ন্ত্রণ করুন। পঞ্চায়েত নির্বাচনে বুথস্তরের কর্মীদের মতামতকেও গুরুত্ব দিন।’‌ এ ছাড়া এই বৈঠকে উঠে আসে আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। এই বৈঠকে সিএএ ইস্যু নিয়ে সরব হন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। তখন সবার সামনে সুকান্ত মজুমদার বলেন, এটি বিজেপির অভ্যন্তরীণ বিষয়। উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে দল অঙ্গীকারবদ্ধ। অবশ্য এই বিষয় নিয়ে নাড্ডা কোনও মন্তব্য করেননি বলেই জানা যাচ্ছে। তবে যে রিপোর্ট তার হাতে এসেছে তা নিয়ে তিনি যথেষ্ট ক্ষুব্ধ। রাজ্য বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে ভেঙে পড়া সংগঠন—সব নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

গতকাল সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকারের বাড়িতে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে বসে। সেখানে বাংলার বিজেপি সাংসদের সঙ্গে বৈঠক করেন সুনীল বনসল, মঙ্গল পান্ডের মতো শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব। এই বৈঠকে হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষও। এই বৈঠকে উপস্থিত দলের প্রত্যেক সাংসদের আওতায় যে ক’টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেগুলির সাংগঠনিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন বিজেপির সর্বভারতীয় নেতারা। সাম্প্রতিক কালে শুভেন্দু অধিকারীর ডিসেম্বর–তত্ত্ব এবং তাকে কেন্দ্র করে দলের ভিতরেই পাল্টা মন্তব্যে বিজেপির ভাবমূর্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন কেন্দ্রীয় নেতারা। বিজেপির দলীয় সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে।

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এদিন নয়াদিল্লিতে ডেকে পাঠানো হয়। সোমবার তাঁর সঙ্গে কেন্দ্রীয় পঞ্চায়েতমন্ত্রী গিরিরাজ সিং-এর বৈঠকের সূচি চূড়ান্ত হয়েছে বলে দাবি করেন রাজ্য বিজেপির সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। কিন্তু দলীয় সূত্রের খবর, সোমবার ওই বৈঠক হয়নি। আজ, মঙ্গলবার সংসদ ভবনে তা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে আজ আরও একবার বৈঠক হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও।


Sudipto

সম্পর্কিত খবর