নতুনদের মুখ করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য, জেলা কমিটিতেও ব্যাপক রদবদল বঙ্গ বিজেপির

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা পুরসভার নির্বাচনের ফলপ্রকাশের পরের দিনই বঙ্গ বিজেপির কমিটিতে বড়সড় রদবদল ঘটেছিল। পুরনো দায়িত্বপ্রাপ্ত নেতাদের বদলে নতুন মুখ আনা হয়েছিল। আর এবার বঙ্গ বিজেপির জেলা কমিটিতেও বড়সড় রদবদল চোখে পড়ল।

এবারেও নতুনদের মুখ করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ময়দানে নামছে বিজেপি। আর এই কারণেই পুরনোদের দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে নতুনদের সুযোগ করিয়ে দেওয়া হয়েছে। তবে লক্ষ্যনীয় বিষয় হল, রাজ্য কমিটি থেকে বাদ যাওয়া সায়ন্তন বসুকে জেলার দায়িত্বও দেওয়া হয়নি।

উল্লেখ্য, রাজ্য কমিটিতে জায়গা না পাওয়ার পর সায়ন্তনবাবু বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে জল্পনা বাড়িয়েছিলেন। এরপর সেদিন রাতেই ওনার বাড়িতে তৃণমূলের প্রভাবশালী নেতাদের উপস্থিতি সেই জল্পনার আগুনে ঘি ঢালার কাজ করেছিল। যদিও, সায়ন্তনবাবু এই বিষয়ে এখনও মুখ খলেন নি। তিনি বিজেপির সঙ্গেই থাকছেন, না তৃণমূলে যোগ দেবেন, তা আগামী দিনেই স্পষ্ট হবে। তবে উনি যে বর্তমানে দলে উপক্ষিত, তা স্পষ্ট হয়েছে।

বিজেপির তরফ থেকে নতুন যেই জেলা সভাপতি ও ইনচার্জের নাম ঘোষণা হয়েছে, সেগুলো হল …

  • কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা বিভাগের দায়িত্বে অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্য়ায়।
  • নবদ্বীপ ও উত্তর ২৪ পরগনা বিভাগের দায়িত্বে অর্জুন সিং ও জ্যোতির্ময় সিং মাহাতো।
  • মালদহ ও শিলিগুড়ি বিভাগের দায়িত্বে সঞ্জয় সিং ও শ্য়ামচাঁদ ঘোষ।
  • বর্ধমান ও পুরুলিয়ার দায়িত্বে লকেট চট্টোপাধ্যায় ও নির্মল কর্মকার।
  • হুগলি ও মেদিনীপুরের দায়িত্বে দীপক বর্ম ও মনোজ পান্ডে।

https://twitter.com/BJP4Bengal/status/1474635633775681536

https://twitter.com/BJP4Bengal/status/1474635849836814338

X