রামেশ্বরম বিস্ফোরণ ইস্যুতে সরাসরি মালব্যকে নিশানা রাজ্য পুলিশের! পাল্টা কমিশনে অভিযোগ BJP-র

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের বাকি আর মাত্র কিছুদিন। হাতে সপ্তাহ খানেক সময় আর তারপরই লোকসভা নির্বাচন (Loksabha Vote)। একদিকে যেমন জোর কদমে শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে সকল রাজনৈতিক দল, অন্যদিকে চলছে আক্রমণ, পাল্টা-আক্রমনের সিলসিলা। এরই মাঝে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে (Rameshwaram Café Blast) বিস্ফোরণ ইস্যুতে সরগরম বাংলা (West Bengal)। আর এবার নিজেদের এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার) থেকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ পোস্ট করার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে ভারতীয় জনতা পার্টি (BJP)।

পশ্চিমবঙ্গ পুলিশের এক্স হ্যান্ডেলে ১২ এপ্রিল শুক্রবার করা একটি পোস্ট নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। যেখানে বিজেপির (BJP) আইটি সেলের প্রধান অমিত মালব্যকে (Amit Malviya) সরাসরি নিশানা করেছে পুলিশ। কলকাতা পুলিশ তরফে টুইট বার্তায় দাবি করা হয়, অমিত মালব্য কাঁথির গ্রেফতারি নিয়ে মিথ্যাচার চালাচ্ছেন। এক্স হ্যান্ডেলে তারা লিখেছে, ‘মিথ্যাচারের সর্বোচ্চ পর্যায়!…রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ মামলায় দুই সন্দেহভাজনকে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি যৌথ অভিযান চালিয়ে পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার করেছে। এই বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশের সক্রিয় ভূমিকা কেন্দ্রীয় সংস্থাগুলি আনুষ্ঠানিকভাবে স্বীকারও করেছে৷ পশ্চিমবঙ্গ কখনওই দুষ্কৃতীদের স্বর্গরাজ্য ছিল না। রাজ্য পুলিশ সবসময় সাধারণ মানুষের সুরক্ষার জন্য কাজ করে চলেছে।’

পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনারকে উল্লেখ করে লেখা চিঠিতে নির্বাচন কমিশনে জানানো অভিযোগে বিজেপির দাবি, এই পোস্টটি থেকে এটা স্পষ্ট যে গোটা বিষয়টি বর্ণনা করার কোনো বাস্তব উদ্দেশ্য পশ্চিমবঙ্গ পুলিশের ছিল না। বরং তাদের উদ্দেশ্য ছিল, ভারতীয় জনতা পার্টির একজন পদাধিকারীর উপর সরাসরি আক্রমণ, রাজ্যের শাসকদলের অঙ্গুলিহেলনে কাজ করছে পুলিশ। তৃণমূল কংগ্রেসের পক্ষে আখ্যান প্রচার করছে।

বিজেপির দাবি, পশ্চিমবঙ্গ পুলিশ তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি রাজনৈতিক বিবৃতি দিয়েছে যা একেবারেই নিষিদ্ধ বিশেষত এমন একটি সময় যখন আদর্শ আচরণবিধি জারি রয়েছে।

এই পরিস্থিতিতে, পশ্চিমবঙ্গ পুলিশকে অবিলম্বে পদটি অপসারণের নির্দেশ দেওয়া জন্য আর্জি জানানো হয়েছে। নয়তো পশ্চিমবঙ্গ পুলিশের ADG (আইন ও শৃঙ্খলা) সহ ডিজি এবং আইজিকে তাদের পক্ষপাতমূলক কার্যকলাপের জন্য বর্তমান অবস্থান থেকে সরিয়ে দেওয়ারও দাবি জানানো হয়েছে বিজেপি তরফে।

প্রেক্ষাপট: বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডের দুই মূল হোতাকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করেছে এনআইএ (NIA)। কেন্দ্রীয় এজেন্সির অভিযানে সহযোগিতা করেছে পশ্চিমবঙ্গ পুলিশ (WBP)। কিন্তু শুক্রবার সকাল থেকেই এই নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। অমিত মালব্য টুইটে লেখেন, “রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে দুই মূল অভিযুক্ত বম্বার মুসাভির হুসেন শাজিব এবং সহযোগী আবদুল মাথিন আহমেদ ত্বহাকে কলকাতা থেকে আটক করেছে কেন্দ্রীয় সংস্থা এনআইএ। সম্ভবত দুজনেই কর্নাটকের শিবামোজ্ঞার আইসিস শাখার সদস্য। দুর্ভাগ্যজনকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের আমলে জঙ্গিদের নিরাপদ স্বর্গ হয়ে উঠেছে।”

bjp wbp

আরও পড়ুন: আজ থেকে বাড়বে ভোগান্তি! নববর্ষে নাজেহাল দক্ষিণবঙ্গ, আসছে নয়া দুর্যোগ: আবহাওয়ার খবর

এদিকে মালব্যর টুইটের জবাব দেয় তৃণমূল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও পালটা টুইট করেন। ওদিকে ঘটনার মাঝে ঢুকে পড়ে পশ্চিমবঙ্গ পুলিশও। অমিত মালব্যকে বিঁধে কড়া টুইট করা হয় পশ্চিমবঙ্গ পুলিশ তরফে। এই নিয়েই এবার অভিযোগ বিজেপির।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর