মা লক্ষ্মী, দুর্গা আর সরস্বতীকে নিয়ে বিতর্কিত বয়ান রাহুলের! চেপে ধরল বিজেপি

বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৈষ্ণদেবীর যাত্রার পর বিতর্কিত বয়ান দিয়ে শিরোনামে উঠে এসেছেন। কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেন, বিজেপি-আরএসএসের কারণে দেশে মা লক্ষ্মী, দুর্গা আর সরস্বতীর শক্তি খর্ব হয়েছে। রাহুল গান্ধীর এই বয়ানের পর বিজেপি কড়া আপত্তি জাহির করেছে।

রাহুল গান্ধী জম্মুতে বলেন, দেবী দুর্গা রক্ষা করেন এবং দেবী লক্ষ্মী লক্ষ্য প্রাপ্ত করার শক্তি দেন। দেবী সরস্বতী জ্ঞান দেন। রাহুল গান্ধী অভিযোগ করে বলেন, মোদী সরকারের নোটবন্দি, জিএসটি নীতি দেশে দেবী লক্ষ্মীর শক্তি কমিয়ে দিয়েছে।

রাহুল গান্ধী দাবি করেন যে, নয়া কৃষি আইনের ফলে দেবী দুর্গার শক্তি কমছে। রাহুল গান্ধী বলেন, ‘যখন বিজেপি আর আরএসএসের কোনও ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানে নিযুক্ত হয়, তখনই দেবী সরস্বতীর শক্তি খর্ব হয়।

রাহুল গান্ধীর এই বয়ানের পাল্টা প্রতিক্রিয়া দেয় বিজেপি। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, নিম্ন মানসিকতার কারণে রাহুল গান্ধী এখন দেবী-দেবতাকে নিয়েও রাজনীতি করতে ছাড়ছে না। উনি জিএসটির তুলনা দেবী লক্ষ্মীর সঙ্গে করেছেন, কিছুদিন আগে উনি দেবী লক্ষ্মীর তুলনা গব্বর সিংয়ের সঙ্গে করেছিলেন।

উল্লেখ্য, রাহুল গান্ধী মোদী সরকার জিএসটি লাগু করার পর এই ট্যাক্সের নাম গব্বর সিং ট্যাক্স দিয়েছিলেন। সেই পরিপেক্ষতেই এদিন সম্বিত পাত্র রাহুল গান্ধীর জিএসটির সঙ্গে দেবী লক্ষ্মীর তুলনা করা নিয়ে আপত্তি জাহির করেছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর