বড় খবরঃ সাম্প্রদায়িক রাজনীতি করছে বিজেপি! এই অভিযোগ তুলে সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির নেতা!

বাংলা হান্ট ডেস্কঃ নাগরিকতা আইনের (CAA) পক্ষে আর বিপক্ষে দেশ জুড়ে চলা বিতর্ক আর দিল্লী নির্বাচনের Delhi Assembly Election 2020) মধ্যে বিজেপির পার্ষদ উসমান পাতিল (usman patel) দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন। উনি বলেন, বিজেপি প্রধান ইস্যু থেকে সরে এসেছে। বিজেপি কেবল সাম্প্রদায়িক রাজনীতি করছে। জিডিপি নীচে যাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, কিন্তু দল এমন এক আইন আনছে যেটাতে সমস্ত ধর্মের মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি হচ্ছে।

খজরানা এর ওয়ার্ড-৩৮ এর বর্তমান পার্ষদ উসমান পাতিল দল থেকে ইস্তফা দিয়ে একটি ভিডিও জারি করেন। ওই ভিডিওতে উসমান বলেন, ‘অটলজির থেকে অনুপ্রেরণা পেয়ে বিজেপিতে যুক্ত হয়েছিলাম, কিন্তু আমি এখন বিজেপির কাজে নিরাশ। কারণ দেশ ভাগের বিচারধারা এই সময় কাজ করছে। আর এই জন্য আমি ইস্তফা দিচ্ছি।”

উসমান পাতিল ওই ভিডিওতে বলেন, ‘বিজেপি নিজের বিচারধারা থেকে সরে এসেছে। এবার বিজেপি ঘৃণার রাজনীতি করছে। সিএএ, এনআরসি আর এনপিআর এনেছে বিজেপি। এটা মুসলিম বিরোধী, দেশে সংবিধানের বিরুদ্ধে। আমার ধর্মের যে সমস্ত মা-ভাই-বোন আর বয়স্করা রাস্তায় বসে আন্দোলন করছে, আমি তাঁদের সাথে আছি।”

উসমান বলেন, ‘হিন্দুস্তান, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাইকে মিলে হয়েছে। এটা আমাদের দেশের শক্তি।” আপনাদের জানিয়ে রাখি, উসমান পাতিল মুসলিম বহুল ওই এলাকা থেকে বিজেপির টিকিটে দুই বার পার্ষদ নির্বাচিত হয়েছিলেন। গত নির্বাচনে তিনি খজরানা এর ওয়ারর ৩৮ এর সমস্ত ২২ টি বুথেই জয় হাসিল করেছিলেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর