শুভেন্দু-গড়েই মুখ থুবড়ে পড়ল BJP! বড় ধাক্কা খেল তৃণমূলও! জোর শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ‘গড়’ হিসেব খ্যাত। এবার সেখানেই সমবায় ভোটে প্রার্থী দিতে পারল না বিজেপি (BJP)। কাঁথিতে সমবায় সমিতির ভোটে সাফল্য লাভ করল সিপিএম। আগামী ১৪ ফেব্রুয়ারি কাঁথি ৩ ব্লকের কুসুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর ভোট রয়েছে। তার আগে মনোনয়নেই সিপিএমের কাছে মুখ থুবড়ে পড়ল তৃণমূল (Trinamool Congress)-বিজেপি।

শুভেন্দু-গড়েই বিজেপির (BJP) ভরাডুবি!

কাঁথি ৩ ব্লকের কুসুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট আসন সংখ্যা ৯টি। তবে এবার দেখা গেল, ওই ৯টি আসনের মধ্যে ৫টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে সিপিএম। বাকি ৪টি আসনের ক্ষেত্রে প্রার্থী দিয়েছে শাসকদল তৃণমূল। তবে বিজেপি একটি আসনেও প্রার্থী দিতে পারেনি।

জানা যাচ্ছে, ওই সমবায় সমিতি কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের অধীন। বর্তমানে সেই পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের (TMC) দখলে। এদিকে ওই বিধানসভায় লোকসভা নির্বাচনের সময় এগিয়ে ছিল গেরুয়া শিবির। এবার সেখানেই সমবায় ভোটে একটি আসনেও প্রার্থী দিতে পারল না বিজেপি। অন্যদিকে মাত্র ৪টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। তৃণমূল-বিজেপির শক্ত ঘাঁটিতে বামেদের এই সাফল্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

আরও পড়ুনঃ এখনও বিপদ কাটেনি পার্থর! কী জন্য এত ভুগছেন প্রাক্তন মন্ত্রী? জানিয়ে দিলেন চিকিৎসকরা

জানা যাচ্ছে, ২০১৫ সালে ওই সমবায়ে শেষ ভোট হয়েছিল। সেই সময়ও জয়ের মুখ দেখেছিল সিপিএম। এরপর ২০২০ সালে মেয়াদ উত্তীর্ণ হলেও এরপর থেকে আর ভোট হয়নি। এবার নির্বাচনের আগেই দেখা গেল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে সিপিএম। স্বপন কুমার দাস, দুলাল মণ্ডল, জ্যোৎস্না মণ্ডল এবং সিদ্ধেশ্বর শিটকে অভিনন্দন জানিয়েছে সিপিএমের জেলা নেতৃত্ব।

BJP

এই বিষয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তথা জেলা আইএনটিটিইউসির সভাপতি বিকাশ বেজ বলেন, ‘ওই এলাকায় আগামীদিনে সংগঠন কীভাবে আরও মজবুত করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে’। অন্যদিকে এই বিষয়ে বিজেপি (BJP) নেতারা বলেন, সমবায় নির্বাচন নিয়ে তাঁরা ভাবিত নন। বিধানসভা অথবা লোকসভা ভোটে নিজেদের শক্তি দেখাবেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর