TMC কাউন্সিলর অনন্যার ‘বেআইনি’ বাড়ির খোঁজ দিলেন সজল! বিস্ফোরক অভিযোগ BJP নেতার

বাংলা হান্ট ডেস্কঃ বাঘাযতীন কাণ্ডের পর ফের শিরোনামে উঠে এসেছে বেআইনি নির্মাণ (Illegal Construction)। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অবধি। এদিন বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলার শুনানিতে উচ্চ আদালতের মন্তব্য, পশ্চিমবঙ্গে বহুতল ভেঙে পড়া এখন স্বাভাবিক ঘটনা। এই আবহে এবার তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ‘বেআইনি’ বাড়ির খোঁজ দিল বিজেপি। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন দুই বিজেপি (BJP) কাউন্সিলর সজল ঘোষ (Sajal Ghosh) ও মীনাদেবী পুরোহিত। সেখানেই অনন্যার ‘অবৈধ’ বাড়ি নিয়ে মুখ খোলেন পদ্ম নেতা।

অনন্যার ‘বেআইনি’ বাড়ি নিয়ে বিস্ফোরক সজল (Sajal Ghosh)!

এদিন বিকেলে কলকাতা পুরসভার বিজেপির নির্দিষ্ট ঘরে একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সজল ঘোষ ও মীনাদেবী পুরোহিত। সেখান থেকেই ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যার ‘হাতি বাড়ি’ নিয়ে সরব হন ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল।

পদ্ম নেতা দাবি করেন, ২০২২ সালে মিনু রানী ভাওয়ালের থেকে ৪৯৭ সন্তোষপুর অ্যাভিনিউ ১০৩ নম্বর ওয়ার্ড বোরো ১১-এর এই বাড়িটি কিনেছিলেন অনন্যা। পরবর্তীতে বিনা অনুমতিতে ওই বাড়ি ৫ তলা হয়ে যায়। এর পিছনে বেআইনিভাবে আরও একটি বাড়ি তৈরি হয়ে যায় বলে অভিযোগ করেন সজল (Sajal Ghosh)।

আরও পড়ুনঃ একধাক্কায় নামল পারদ! ৫ জেলায় জারি ঘন কুয়াশার সতর্কতা! একনজরে আবহাওয়ার খবর

বিজেপি কাউন্সিলরের অভিযোগ, পরবর্তীতে মেয়র পারিষদ বৈঠকে তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরের ওই অবৈধ বাড়িটিকে আইনি বৈধতা দেওয়া হয়। সেই বাড়ি ভেঙে ফেলার অর্ডার হয়েছিল। তবে কোনও অজ্ঞাত কারণে সেটির আইনি বৈধতা হয়ে যায়। এমনকি ফাইনও বেআইনিভাবে নেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

Sajal Ghosh press conference

সজল এদিন বলেন, গতকাল মেয়র বলেছিলেন কাউন্সিলরদের সঙ্গে অবৈধ বাড়ির কোনও সম্পর্ক নেই। অথচ তাঁদের কাউন্সিলর অবৈধভাবে বাড়ি নির্মাণ করেছেন। দু’টো বাড়িকেই আইনি বৈধতা প্রদান করেছে কলকাতা পৌর সংস্থা (Kolkata Municipal Corporation)।

সাংবাদিক সম্মেলনে সজলের (Sajal Ghosh) প্রশ্ন, নিশ্চয়ই অনন্যার বিরুদ্ধে পদক্ষেপ নেবে না কেএমসি? কারণ তারাই তো কাউন্সিলরের বাড়ি বৈধ করে দিয়েছে। তবে এই নিয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর