বাংলা হান্ট ডেস্কঃ এবার রাজধানীর পথে ‘বীরভূমের বাঘ’ অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। অবশেষে গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) তদন্তের জন্য অনুব্রত মণ্ডলকে দিল্লি (Delhi) নিয়ে যাওয়ার অনুমতি পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সোমবার দিল্লির বিশেষ আদালত অনুব্রতর রাজধানী যাত্রার নির্দেশ দিয়েছে। এদিন অনুব্রতর দিল্লি যাত্রা আটকাতে মরিয়া প্রচেষ্টা চালিয়েও কোনো সুরাহা মিলল না আদালত তরফে। আর্জি জানিয়েও দেওয়া হল না রক্ষাকবচ। সাথেই কাজে এলো না হেভিওয়েট আইনজীবী কপিল সিব্বল।
এদিন দিল্লির বিশেষ আদালত তরফে দেওয়া নির্দেশ ঘিরে শোরগোল পরে গেছে বঙ্গ জুড়ে। শুরু রাজনৈতিক তরজা। বিরোধীদের বক্তব্য, আজ না হয় কাল, তিহাড়ে তাঁকে যেতেই হত। অন্যদিকে আদালতের এই রায়ের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসক দল। তৃণমূল (TMC) তরফে প্রশ্ন বাংলায় তদন্তে কী সমস্যা হচ্ছিল ইডির, যার জন্য দিল্লিতে নিয়ে যাজাওয় হচ্ছে অনুব্রতকে?
তবে এনিয়ে শাসক দলকে বিধঁতে বিন্দুমাত্র দেরি করেনি রাজ্য গেরুয়া বাহিনী , কেষ্টর দিল্লি যাত্রা প্রসঙ্গে এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) বলেন, “অনুব্রত মণ্ডল যে কাজ করেছেন তাতে তো ওনার তিহাড়েই যাওয়ার কথা। কতদিন আর পয়সা খরচ করে আটকে রাখবেন। তিহাড়ে একটু বিহার করে আসুক কিছুদিন। এতদিন তো লোককে চড়াম চড়াম, গুড় বাতাসা অনেক কিছুই খাইয়েছেন।এ এবার তিহাড়ের জল বাতাস খেয়ে আসুন। পাপ বাপকেও ছাড়ে না। আমরা আগেই বলেছি, যত বড় চোর হোক বা যত বড় ধেড়ে ইঁদুর হোক কেউ ছাড়া পাবে না। এই অন্যায় যারা করেছে, গরুর টাকা, চাকরির টাকা, কয়লার টাকা খেয়েছে, জেলে যেতেই হবে।”
কটাক্ষ করতে পিছিয়ে থাকেনি বাম শিবিরও। এই প্রসঙ্গে, সিপিএম নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh) বলেন “অত্যন্ত বাস্তবসম্মত নির্দেশ। অনুব্রত মণ্ডল বা তাঁর মতো নেতারা কীভাব রাজ্যে প্রশাসনকে নিয়ন্ত্রণ করে তা আমরা ১০ বছর ধরে দেখছি। আইএস, আইপিএস থেকে শুরু করে ডব্লুবিসিএস অফিসার, ডিএম, এসপি সকলেই এনাদের সামনে জোড়াজুড়ি করেন। এদের কথায় পুলিশ কেস সাজায়। এদের কাছে পশ্চিমবঙ্গের জেল পাঁচতারা হোটেল থেকে কিছু কম নয়। এরা বোধহয় বাড়িতেও এত খাতির পায় না, জেলে যা পায়। অপরাধীদের সঙ্গে যেমন ব্যবস্থা হওয়া দরকার। সেই ব্যবস্থা দিতে বাংলার বাইরে নিয়ে যাওয়াই দরকার।” অন্যদিকে, কেষ্টর দিল্লি যাত্রার নির্দেশ দেওয়ার পরই ইডির অন্দরে শুরু হয়েই যুদ্ধকালীন তৎপরতায় তোড়জোড়। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১০ টার মধ্যেই অনুব্রতকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিতে পারে ইডি।