দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর কেন্দ্রে হারল তাদের দল! মুখরক্ষা হল না মানিক-বিপ্লবের

বাংলা হান্ট ডেস্ক : বিরোধী শিবির হয়েও দুজনের অদ্ভুত মিল। দু’জনেই ত্রিপুরার (Tripura) প্রাক্তন মুখ্যমন্ত্রী। অদ্ভুত ভাবে দু’জনের কেউই এ বার বিধানসভা ভোটে লড়াই করেননি। আবার দু’জনের পুরনো বিধানসভা আসনেই এ বার হেরেছে তাঁদের নিজের দল।

ত্রিপুরার দু’দশকেরও বেশি সময়ের মুখ্যমন্ত্রী সিপিএমের মানিক সরকার (Manik Sarkar)। দ্বিতীয় ব্যক্তি হলেন, চার বছরের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Dev)। মানিকবাবুর পুরনো আসন ধনপুরে এ বার জিতেছেন বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক। অপরদিকে, বিপ্লবের বনমালীপুরে ওই কেন্দ্রেরই আর এক প্রাক্তন বিধায়ক, কংগ্রেসের গোপাল রায় জয়ী হয়েছেন। দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর কেন্দ্রেই তাঁদের দলকে হারের মুখ দেখতে হয়েছে।

২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ২৫ বছরের বাম শাসনের পতন ঘটলেও ধনপুরে ৬ হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন সিপিএমের মানিক। পেয়েছিলেন সাড়ে ৫৪ শতাংশেরও বেশি ভোট। প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রতিমা পেয়েছিলেন ৪১.২ শতাংশ ভোট। এ বার সেখানে ৪২ শতাংশের বেশি ভোট পেয়ে জিতেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা ত্রিপুরা কেন্দ্রের সাংসদ প্রতিমা। সিপিএম সাড়ে ৩৪ এবং তিপ্রা মথা ১৯ শতাংশ ভোট পেয়েছে।

biplab manik

 

আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লবের পুরনো কেন্দ্র আগরতলা শহরের বনমালীপুরে হেরেছেন ত্রিপুরার বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ওই কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেসের গোপাল রায়। গোপাল ২০০৩ সাল থেকে ২০১৩ পর্যন্ত টানা তিনটি বিধানসভা ভোটে ওই কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন।

২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় জামানত হারিয়েছিলেন গোপাল। সিপিএমকে হারিয়ে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী বিপ্লব। যে ভোট জয়ের পর তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবার সেই কেন্দ্রেই জিতলেন গোপাল।

Sudipto

সম্পর্কিত খবর