তৃণমূলের আর্থিক দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল দাঁতনে

 

পশ্চিম মেদিনীপুর :- কাট মানি বিক্ষোভ মিছিল সংঘটিত হলো দাঁতনের বড়াতে ।ভারতীয় জনতা পার্টি বড়া বুথ কমিটির উত্তর ও দক্ষিণ মন্ডলের যৌথ উদ্যোগে কয়েক হাজার কর্মী সমর্থক কে নিয়ে তৃণমূলের আর্থিক দুর্নীতির বিরুদ্ধে এই মিছিল সংঘটিত হয় । প্রথম “কাট মানি” শুরু করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।তাকে হাতিয়ার করে বিজেপি বিভিন্ন এলাকায় তৃণমূল নেতাদের কাছ থেকে কাট মানি উদ্ধারে নামে ।একুশে জুলাই শহীদ মঞ্চ থেকে “কাট মানির” পরিবর্তে পুনরায় “ব্ল্যাক মানি” ফেরতের দাবি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।তার পরেও কাট মানি আদায়ের প্রক্রিয়া এখনো দমেনি ।

 

দিকে দিকে এলাকায় বিজেপির লোকেরা তৃণমূল নেতাদের কাছ থেকে কাট মানি আদায় করে চলেছে ।তারই অঙ্গ হিসাবে রবিবার দাঁতনের বড়াতে বিজেপির পক্ষ থেকে কাট মানি বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয় ।

IMG 20190804 WA0039 1

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন -দাঁতন উত্তর মন্ডল এর সভাপতি রাজিব লোচন বিশ্বাস,সহ সভাপতি মিহির দণ্ডপাঠ,দাঁতন এর বলিষ্ঠ প্রবীণ সংগঠক অলোক নন্দী,দাঁতন দক্ষিণ মন্ডল সভাপতি মশাফ মল্লিক, sc মোর্চার জেলা সভাপতি বিশ্বনাথ দলাই ,প্রিয়াঙ্কা পানিগ্রহি সহ অন্যান্যরা ।

সম্পর্কিত খবর