চন্ডীগড়ে মেয়র নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই! ১ ভোটে AAP-কে পরাস্ত করল BJP

Published On:

বাংলা হান্ট ডেস্ক : চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে চোখেচোখ রেখে লড়াই করল আপ (AAP) এবং বিজেপির (BJP) মধ্যে। শেষ হাসি হাসলো গেরুয়া শিবিরই। শেষ মুহুর্তে মাত্র ১ ভোটে পদ্ম শিবির হারিয়ে দেয় আম আদমি পার্টিকে। চণ্ডীগড়ের (Chandigarh) নতুন মেয়র হলেন নির্বাচিত হলেন অনুপ গুপ্তা (Anup Gupta)। তিনি হারালেন আপ প্রার্থী জসবীর সিংকে।

সূত্রে খবর, বিজেপির অনুপ গুপ্তা পেয়েছেন ১৫টি ভোট। অন্যদিকে আপ নেতা জসবীর পান ১৪টি ভোট। জানা যাচ্ছে, কংগ্রেসের ৬ জন সদস্য ও শিরোমণি অকালি দলের একমাত্র সদস্য ভোট থেকে বিরত থাকার পরই পরিষ্কার হয়ে যায় হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। বিজেপি ও আপ, দুই দলেরই ১৪ জন করে সদস্য ছিল। কিন্তু পার্থক্যটা গড়ে দেন সাংসদ কিরণ খের। তিনি পদাধিকার বলে সদস্য হিসেবে বিবেচিত হন। শেষ পর্যন্ত তাঁর ভোটটিই নির্ধারক হয়ে ওঠে দাঁড়ায়। ১ ভোটের ব্যবধানে জয়ী হয় পদ্ম শিবির। উল্লেখ্য, পরে সিনিয়র ডেপুটি মেয়র ও ডেপুটি মেয়রের পদের জন্য ভোট নেওয়া হয়।

anup 2

অপরদিকে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা সম্পর্কে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কটাক্ষ করেন কয়েক দিন আগে। বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমার শিক্ষকরাও আমার হোমওয়ার্ক সেভাবে চেক করতেন না, যেভাবে খুঁটিয়ে লেফটেন্যান্ট গভর্নর আমার ফাইলগুলি চেক করেন। উনি আমার প্রধান শিক্ষক নন। মানুষ আমাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন।’

তাঁর এই মন্তব্যেরই তীব্র প্রতিবাদ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের পালটা খোঁচা, অরবিন্দ একজন অত্যন্ত ইগোসম্পন্ন নেতা, যিনি বিশ্বাস করেন, ভোটে জিতেছেন বলে সাংবিধানিক ক্ষমতার অপপ্রয়োগের অধিকার রয়েছে তাঁর।

X