বাংলা হান্ট ডেস্ক : একেবারে ছক্কা হাঁকালেন, যদিও সরকার বলে মাস্টার স্ট্রোক বলে বেশি ভালো হয় কারণ টানা এক মাস ধরে যে রাজনৈতিক টানাপড়েন চলছে তা থেকে বেরিয়ে গিয়েও অবশেষে শনিবার সাত সকালে মহারাষ্ট্রের রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ।
এদিন সকালে রাজ্যপাল ভগত সিংহ কেশিয়াড়ির উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করলেন দেবেন্দ্র ফড়নবিশ। তাই দ্বিতীয়বারের জন্য আবার সরকার গঠনের পথে হাঁটল বিজেপি, এর সঙ্গে ডেপুটি মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন এনসিপি অজিত পাওয়ার। শুক্রবার সন্ধেবেলায় এনসিপি কংগ্রেস এবং শিবসেনা জোটের বৈঠকের পর এক প্রকার নিশ্চিত ছিল উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন এমন কি এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল , শরদ পাওয়ারের তরফ থেকে এমনটাই জানানো হয়েছিল।
#WATCH Mumbai: Devendra Fadnavis takes oath as Maharashtra Chief Minister again, oath administered by Governor Bhagat Singh Koshyari at Raj Bhawan. pic.twitter.com/kjWAlyMTci
— ANI (@ANI) November 23, 2019
যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদিত্য ঠাকরে উদ্ধব ঠাকরে এ ব্যাপারে কিছুই বলতে চাননি তবে আলোচনা যে ফলপ্রসূ হয়েছে সে বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এমনটা বলে শনিবার আবারও কংগ্রেস ও শিবসেনার সঙ্গে বৈঠক হবে বলে জানান এনসিপি প্রধান শরদ পাওয়ার। তাই আগামী পাঁচ বছরের জন্য শিবসেনার তরফে উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং মহারাষ্ট্রের রাশ টানছেন তিনি এমনটাইজেনে নিয়েছিল গোটা দেশবাসী তবে বারো ঘণ্টা কাটতে না কাটতেই ভোল বদল।
যে শরদ পাওয়ার শিবসেনাকে মুখ্যমন্ত্রীর পদ দিতে আগ্রহী ছিল সেই শরদ পাওয়ারের ভাইপো অজিত পওয়ার শপথ নিলেন ডেপুটি মুখ্যমন্ত্রী পদে। জানা গিয়েছে এনসিপির হাত ধরেই বিজেপি নাকি রাতারাতি সরকার গঠনের সিদ্ধান্ত নেয় আর রাজ্যপালের কাছে প্রস্তাব রাখা মাত্রই গৃহীত হয়ে যায় যার জেরে দ্বিতীয়বারের জন্য মহারাষ্ট্রে সরকার গঠন করেছে বিজেপি সরকার।
যদিও প্রথম থেকে এনসিপি প্রধান শরদ পাওয়ারকে মোদীর সাক্ষাতকারের পর জোট বাঁধ নিয়ে আগ্রহ প্রকাশ করতে দেখা যায়নি তবে জল্পনা ছড়িয়েছিল, আর সেই জল্পনা উস্কে শনিবারই মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের পতন ঘটছ