মুকুলের বিরুদ্ধে কোমর বেঁধে নামল শুভেন্দু, বিধানসভায় তৈরি হল রণকৌশল

বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল। কিন্তু ফলাফল ঘোষণা হতেই মোহভঙ্গ হয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। প্রায় ২০ বছর পর বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন মুকুল রায়। কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ে জয় হাসিল করেছিলেন তিনি। কিন্তু মাস দেড়েক পর তিনি তৃণমূলে যোগ দেন। আর এবার ওনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে বঙ্গ বিজেপি।

মুকুল রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর বিলম্ব করতে চান না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই কারণেই আজ তিনি বিধানসভায় তড়িঘড়ি গুরুত্বপূর্ণ বৈঠকও সারেন। প্রাপ্ত খবর অনুযায়ী, দলত্যাগী মুকুল রায়ের বিরুদ্ধে আইনি পথে হাঁটতে চলেছে গেরুয়া শিবির। আজই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিতে পারে রাজ্যের প্রধান বিরোধী দল।

বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে মুকুল রায়ের বিধানসভার সদস্যপদ খারিজের আবেদন জানাবে বিজেপি। আর এই নিয়ে আজ বিধানসভার বিরোধী দলনেতার কেবিনে দলের দুই বিধায়ক ও আইনজীবীর সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। আর সেই বৈঠকেই মুকুল রায়ের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে সেটা ঠিক করা হয়েছে বলে সূত্রের খবর।

দিল্লীতে থাকাকালীন শুভেন্দু অধিকারী তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, ‘আমি বিরোধী দলনেতা, তৃণমূল আমার দল ভাঙিয়ে দেখাক।” শুভেন্দুর এই বয়ানের দু’দিন পরেই মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। আর এরপরই শুভেন্দু অধিকারী মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার হুঁশিয়ারি দেন। মুকুল রায়কে বিধায়ক পদ ছাড়ার সময়সীমাও বেঁধে দিয়েছিলেন শুভেন্দুবাবু। কিন্তু সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেও মুকুল রায় বিধায়ক পদ না ছাড়ায় এবার তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর