বিজেপির ডেপুটেশন কে ঘিরে ধুন্ধুমার কান্ড

Published On:

বিজেপির ডেপুটেশন কে ঘিরে ধুন্ধুমার কান্ড পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি। ব্লকের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা এরপর সাতজনের একটি দল বিডিওর কাছে তাদের 12 দফা দাবি স্বরলিপি বিডিও র হাতে তুলে দেয়।

 

বিজেপির দাবি প্রধানমন্ত্রীর যেসব যোজনা গুলো আছে তার সুবিধা যে সব গরিব মানুষ পাচ্ছে না তাঁরা অবিলম্বে সেই সুবিধা যাতে পেতে পারেন তাঁর দাবি নিয়েই বৃহস্পতিবার বিডিওর কাছে একটি স্মারক টিভি প্রদান করেন

বিজেপির তরফ থেকে,অন্য দিকে যে সব তৃণমূল কর্মীর বিরুদ্ধে কাটমানির অভিযোগ আসছে সেগুলোকে তদন্ত করতে হবে,এই সব একাধিক দাবি দাবা নিয়ে বিডিওর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়

সম্পর্কিত খবর

X