বাংলাহান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশ (Madhya Pradesh) থেকে উধাও (Disappear) হয়ে যাওয়া বিধায়কদের (MLA) গুম করে রাখার অভিযোগ উঠোল বিজেপির (BJP) বিরুদ্ধে। হঠাৎই মধ্যরাতে উধাও হয়ে যায় ১০ জন বিধায়ক। তবে তাঁর মধ্যে ৬ জন ইতিমধ্যেই ফিরে এসেছেন। আশা করা যাচ্ছে, বাকী বিধায়করা নিশ্চয়ই ফিরে আসবেন।
রেখেছে বলে দাবী জানায় কংগ্রেস (Congress)। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহের (Digvijaya Singh) দাবী, বিজেপি তাঁদের ক্ষমতা বলে এই বিধায়কদের নিজেদের কাছে আটকে রেখেছেন। কমলনাথ (Kamal Nath) সরকারে বিরুদ্ধে চক্রান্ত করে এই বিধায়কদের অর্থের লোভ দেখিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর এক একজনকে প্রায় ২৫-৩৫ কোটি টাকার লোভ দেখান হয়।
গুম হওয়া ১০ জন বিধায়কের মধ্যে ২ জন বিএসপি, ১ জন এসপি এবং ৩ জন নির্দল বিধায়ক বাড়িতে ফিরে এসেছেন। বাকি ৪ বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ককে হরিয়ানা (Haryana) থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিজেপি শাসিত রাজ্য কর্নাটকে (Karnataka)। এদিকে আবার গভীর রাতে মধ্য়প্রদেশে সরকারের দুই মন্ত্রী জিতু পটওয়ারি ও জয়বর্ধন সিংহ গুরুগ্রামের মানেসরের ওই রিসর্টে গিয়ে কয়েকজন বিধায়ককে বের করে নিয়ে আসেন। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী কমলনাথ জানিয়েছেন, ‘আমার সরকার পতনের কোনও ভয় নেই। কাউকে কোন চিন্তা করতে হবে না। বিজেপি আমাদের কিচ্ছু করতে পারবে না। আমাদের গণতান্ত্রিক ক্ষমতা, বিজেপির অর্থের ক্ষমতার চেয়ে অনেক গুণ বেশি ক্ষমতাশালী’।
বিধায়করা বিজেপির সঙ্গে চলে যাওয়ায় কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশ সরকারের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে। কর্নাটক বিধানসভায় আসন রয়েছে ২৩০ টি। যার বর্তমান সদস্য সংখ্যা ২২৮ জন। কংগ্রেসের পক্ষে ১১৫ জন বিধায়ক রয়েছেন। আবার অপরদিকে বিজেপির হাতে ১০৭ বিধায়ক রয়েছেন। এদিকে আবার ম্যাজিক ফিগার ১১৫। এখন যদি বিদ্রোহী বিধায়করা শিবির বদল করে, তাহলে কর্নাটকের ছবিটা পুরো বদলে যেতে পারে বলে অনেকে মনে করছেন।