বাংলা হান্ট ডেস্কঃ ফিল্মি কায়দায় শ্যুটআউট! গতকাল সন্ধ্যায় কলকাতায় আসার পথে গুলিতে ঝাঝরা হয়ে মৃত্যু হয়েছে অবৈধ কয়লা কারবারে অভিযুক্ত রাজু ঝার (Raju Jha)। বিজেপির (BJP) সদস্য রাজুর শ্যুটআউট ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার এই ঘটনাতেই মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
ভয়ানক শ্যুটআউটের ঘটনায় শাসকদলের ওপরই আঙ্গুল তুললেন বঙ্গ বিজেপির এই সৈনিক। রবিবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতর্ভ্রমণে এসে একের পর বোমা ফাটালেন দিলীপ ঘোষ। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা। ঠিক কী বললেন তিনি? এদিন দিলীপবাবু বলেন, ”রাজু ঝা নির্বাচনের আগে আমাদের পার্টিতে যোগদান করেছিল এখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে বোম বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছে। কারও জীবনে কোনও সুরক্ষা নেই।”
তার মন্তব্য, “রাজু ঝা একজন বড় ব্যবসায়ী বটে, যেভাবে হাইওয়ের উপরে তাকে খুন করা হয়েছে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা কোথায় যাচ্ছে সেটা চিন্তার বিষয় হয়ে গিয়েছে। আমরা সরকারে না এলে তা বাকিদের ক্ষেত্রেও চিন্তার বিষয় হবে।” এরপরই বিস্ফোরক অভিযোগ তুলে দিলীপ ঘোষ বলেন, “অনেকে ভাবছে রাজু ঝাঁকে জেরা করলে অনেক তথ্য বেরিয়ে যাবে। কেন্দ্রীয় সংস্থা অনেক কিছু জেনে যাবে। সিবিআই – ইডি অনেক ওপর পর্যন্ত পৌঁছে যাবে। তাই তাঁকে সরিয়ে দেওয়া হল।”
প্রসঙ্গত, শনিবার ৮টা নাগাদ পূর্ব বর্ধমানের শক্তিগড়ের আমড়া মোড়ের কাছে একটি সাদা চারচাকা গাড়ি ল্যাংচা হাবে দাঁড়িয়ে ছিল। গাড়ির ভেতরে সেই সময় আসানসোলের কয়লা মাফিয়া রাজু ঝাঁ সহ ৪ জন ছিলেন। তখনই একটি নীল গাড়ি করে কয়েকজন যুবক এসে তাঁর ওপর গুলিবৃষ্টি করে। মোট ৭টি গুলি লাগে রাজুর গায়ে। আরও এক জন গুলিতে জখন হন। দু’জনকেই বর্ধমানের অনাময় হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা রাজুকে মৃত ঘোষণা করেন।