‘রাজ্যপালকে শুধুমাত্র একজনই কন্ট্রোল করে’, বড় মন্তব্য দিলীপের

বাংলা হান্ট ডেস্কঃ রোজকার প্রাতঃভ্রমণের অভ্যেস তার। ভ্যালেন্টাইন্স ডে-র দিনেও তার ব্যতিক্রম হবে কেন। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে বেড়ান বঙ্গ বিজেপির (BJP) অন্যতম প্রধান সৈনিক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানেই মাঝপথে চক্রে যোগ যোগ নিয়ে রাজ্যের একের পর এক ইস্যুতে মুখ খোলেন তিনি। উঠে এল রাজ্যপাল প্রসঙ্গও।

বঙ্গের নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) নিয়ে এদিন বড় মন্তব্য করেন খড়গপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বলেন, “এতদিন বলছিল তৃণমূল রাজ্যপালকে কন্ট্রোল করছে। এখন আবার বলছে বিজেপি তাকে কন্ট্রোল করছে। রাজ্যপালকে কেউ কন্ট্রোল করতে পারবে না। সেই যোগ্যতা রাজ্যপালের আছে। তিনি বোঝেন, জানেন। তাকে সংবিধান কন্ট্রোল করে আর সেটাই হবে।”

পাশাপাশি এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণে নন্দীগ্রাম প্রসঙ্গের পাল্টা জবাবে দিলীপবাবু বলেন, “১২ বছর পর মমতার মনে পড়ছে নন্দীগ্রামে কি হয়েছে। নন্দীগ্রামের মানুষ ওনাকে ভোটে হারিয়েছে। তারপর ওনার এই কথা মনে হয়েছে। কোনও গন্ডগোল থাকলে এতদিন বলেননি কেন? ক্ষমতায় আসার ১২ বছর পর ওনার এই কথা মনে পড়েছে। যারা গুলি চালিয়েছিলেন উনি তাদেরকেই মন্ত্রী, বিধায়ক, সাংসদ করেছেন। কাজের সময় এক, কাজ ফুরালে আর একরকম করেন। উনি যদি মনে করেন নন্দীগ্রামে কোনও ঘটনা ঘটেছে তবে তদন্ত করে দেখুন। দোষীদের সাজা দিন।”

dilip ghosh

এদিন এসএসসি প্রসঙ্গেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। SSC ইস্যুতে আদালতের উপর আস্থা প্রকাশ করে তিনি বলেন, “সব চাকরির পরীক্ষাতেই দুর্নীতি হয়েছে। ফায়ার ব্রিগেড থেকে পুলিশ, টেট থেকে শিক্ষক নিয়োগ, সর্বত্র টাকার বিনিময়ে চাকরি কেনাবেচা হয়েছে। মাননীয় বিচারপতি সবটা জানেন। তাই সব সত্যি সামনে আসছে। সব তৃণমূলের নেতারা চাকরি বিক্রি করে টাকা নিয়েছেন।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর