ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া প্রতিক্রিয়ার পর ভারতীয় জনতা পার্টি কৈলাস বিজয়বর্গীয় এর ছেলে আকাশ বিজয়বর্গীয় এর বিরুদ্ধে নোটিশ জারি করেছে। আপনাদের জানিয়ে রাখি, কিছুদিন আগে আকাশ এক পুর কর্মীকে ব্যাট দিয়ে মারধর করেছিল। এরপর ওনাকে পুলিশ গ্রেফতারও করেছিল। প্রথমে বিজেপি এই ইস্যুতে কোন প্রতিক্রিয়া না দিলেও, পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া প্রতিক্রিয়ার পর বিজেপির অনুশাসন কমিটি আকাশ বিজয়বর্গীয়কে নোটিশ পাঠায়।
আকাশ বিজয়বর্গীয় মধ্যপ্রদেশের ইন্দোর থেকে বিজেপির বিধায়ক। তিনি একটি পুরানো বাড়ি ভেঙে ফেলতে যাওয়া এক পুর কর্মীকে ব্যাট দিয়ে পিটিয়েছিলেন। এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত মঙ্গলবার বলেন, ‘ছেলে যারই হোক না কেন, এরকম মানুষকে দল থেকে বের করে দেওয়া উচিত।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্তব্য সাংসদে বিজেপির সংসদীয় দলের বৈঠকে বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমাদের এমন কোন নেতার দরকার নেই, যারা দলের ভাবমূর্তি নষ্ট করে। ছেলে যারই হোক না কে, তাঁকে দল থেকে বের করে দেওয়া উচিত।”
নরেন্দ্র মোদী সেদিন প্রত্যক্ষ ভাবে মধ্যপ্রদেশের ইন্দোরের বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয় এর নাম নিয়েছিলেন। আকাশ ২৬ জুন এক পুর কর্মীকে পুরানো বাড়ি ভেঙে দেওয়ার জন্য মারধর করেছিলেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আকাশ বিজয়বর্গীয় এর জেল থেকে ছাড়া পাওয়ার পর তাঁকে স্বাগত জানানোর জন্য বিজেপি কর্মীদের উল্লাস করার সমালোচনা করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এরকম ভাবে ওকে স্বাগত জানিয়েছে, তাঁদেরও দল থেকে বরখাস্ত করে দেওয়া দরকার।”