‘কীভাবে বাংলা চালাচ্ছেন মমতা, গোটা পৃথিবীকে দেখাব’, রবিশঙ্করের নিশানায় মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ হিংসা, হানাহানি, রক্ত আর অশান্তি! এর মধ্য দিয়েই সম্পন্ন হয়েছে ২০২৩ গ্রাম বাংলার নির্বাচন (Panchayat Elections 2023)। এই পরিস্থিতিতেই গতকাল রাজ্যে পৌঁছেছে বিজেপির ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ (BJP Fact Finding Team)। প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের (Ravi Sankar Prasad) নেতৃত্বে গতকালের পর আজ ফের ভোট-সন্ত্রাসের খোঁজে ময়দানে সেই টিম।

আজ বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারে (Diamond Harbour) যাচ্ছেন তারা। আর এদিনই সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির ফ্যাক্ ফাইন্ডিং কমিটির প্রধান। প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এদিন বলেন, ‘কীভাবে বাংলাকে মমতা বন্দ্যোপাধ্য়ায় চালাচ্ছেন, গোটা পৃথিবীকে দেখাতে চাই। আমরা মানুষের কষ্ট বুঝতে এসেছি, মমতার সার্টিফিকেট চাই না’।

প্রসঙ্গত ভোট শেষ হলেও বাংলাতে কিছুতেই থামছেনা অশান্তি (Panchayat Violence)। গতকালও হিংসার বলি হয়েছে ৩। আর গত একমাস ধরে ভোট সন্ত্রাসে বাংলায় নিহতের পরিসংখ্যান প্রায় ৫০ ছুঁইছুঁই। চারিদিকে রক্ত বন্যা, হাহাকার। গণতন্ত্রের উৎসব রূপ নিয়েছে মৃত্যুমিছিলের। কিসের জন্য এত হিংসা? পরিস্থিতি খতিয়ে দেখতেই গতকাল রাজ্যে আসে ৬ সদস্য বিশিষ্ট বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম।

এই টিমে রয়েছেন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও বিজেপি সাংসদ সত্যপাল সিং, রাজদীপ রায়, রেখা ভার্মা ও উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ও বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজলাল।

bjp tmc

গতকাল হিঙ্গলগঞ্জে ভোট সন্ত্রাসে ঘরছাড়ার পরিবারের সঙ্গে কথা বলেন এই টিমের প্রতিনিধিরা। রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম করে কড়া ভাষায় আক্রমণও শানান। বুধের পর আজ ফের ময়দানে বিজেপি কেন্দ্রীয় প্রতিনিধি দল।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর