বাইকে এই পরিবর্তন আনলেই বিপদ! মোটা টাকার চালান কাটবে পুলিশ, জানুন বাঁচার উপায়

বাংলাহান্ট ডেস্ক : নিজের এক্কেবারে সাধারণ কমিউটার মোটরসাইকেলকে পরিবর্তিত করে অনেকেই নিজের বাইকটিকে আধুনিক স্পোর্টস বাইকে রূপান্তরিত করতে চান। নজরকাড়া স্পোর্টস বাইক অনেকের খুব পছন্দ। এই বাইকগুলি একদিকে যেমন স্টাইলিশ, অন্যদিকে, সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম।

বর্তমান তরুণ প্রজন্ম তাই নিজেদের সাদামাটা বাইক (Motor Cycle) বদলে সেটিকে স্পোর্টস বাইকের রূপ দিতে বেশ উৎসাহী। তবে আপনার বাইকটিকে রূপান্তরিত করার আগে কিছু নিয়ম অবশ্যই জেনে নিন। এই নিয়মগুলি না পালন করলে আপনাকে দিতে হতে পারে মোটা টাকার জরিমানা। বাইকের এক্সহস্ট থেকে বেশ জোরে আওয়াজ হয়। অনেক সময় হাই পারফরমেন্সের জন্য এমনটা হয়ে থাকে।

আবার কিছু কম সিসির বাইক রয়েছে যেগুলির এক্সহস্ট থেকে তীব্র আওয়াজ নির্গত হয়। অনেকেই রয়েছেন মোটা টাকা খরচ করে বাইকে এই ধরনের শব্দ আনার চেষ্টা করেন। তবে আপনাদের জানিয়ে রাখি এটি ব্যাপক মাত্রায় ক্ষতি করে বাইকের। এছাড়াও পুলিশের নজরে পড়লে আপনাকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানাও দিতে পারে।

১) অনেকে বাইকের সৌন্দর্যতা বৃদ্ধির জন্য চওড়া টায়ার এবং অ্যালয় লাগান। তবে কম সিসির বাইকে এই ধরনের পরিবর্তন আইনবিরুদ্ধ। এই পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে ইঞ্জিন। এছাড়াও কমে যেতে পারে বাইকের মাইলেজ। এই ধরনের অসামঞ্জস্যতার জন্য আপনাকে মোটা টাকা জরিমানা দিতে হতে পারে।

২) বাইকের ইঞ্জিন এবং অ্যালয় হুইল মডিফাই করার সময় RTO এর অনুমতি নেওয়া বাধ্যতামূলক। নচেৎ ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

962486 traffic rule news

 

 

৩) বাইকে LED হ্যালোজেন হেডল্যান্ড লাগালে আপনাকে জরিমানার মুখোমুখি পড়তে হতে পারে। এই ধরনের ফিচারস বাইক প্রস্তুতকারী সংস্থাগুলি দেয় না। বাইক চালকরা পরবর্তীকালে এই জিনিসগুলি বাইকে লাগান। তবে অতি উজ্জ্বল আলো লাগালেও আপনাকে শাস্তির মুখোমুখি পড়তে হতে পারে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর