হাড়োয়ায় বিজেপি করার অপরাধে বাড়ির পথে বেড়া দিল তৃণমূল

   

অর্ণব মৈত্রঃ বিজেপি করার অপরাধে ও ভোটের দিন বুথে পোলিং এজেণ্ট বসে ছিলো সেই অপরাধে বিজেপি কর্মী বাড়ির রাস্তায় বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
ঘটনা টি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া থানার কচুরহুলো গ্রামে। অভিযোগ ওই এলাকার সক্রীয় বিজেপি কর্মী শিশু কুমার সওদাগর। গত ১৯ মে ভোটের দিন বুথে বিজেপির সমর্থনে পোলিং এজেণ্ট হিসেবে বসেছিলেন।

সে দিন ভোট পর্ব মিটে যাওয়ার পর তার বাড়ি থেকে বাইরে বেরোনোর রাস্তার উপর বাঁশের বেড়া দিয়ে বাড়ির বাইরে যাওয়ার রাস্তা আটকে দিয়েছে, ওই অঞ্চলের তৃণমূলের প্রধান মানস মাহাত, বিকাশ সওদাগর,সুকুমার সওদাগর, হারান সওদাগর,কৃষ্ণ পদ মণ্ডল সহ বেশ কিছু তৃণমূলের দুস্কৃতিরা। শুধু বাঁশের বেড়া দিয়ে ঘরে ঢোকার রাস্তা আটকানো নয়, এর পাশাপাশি বাড়ির বাইরে বেরোলে প্রানে মেরে ফেলার হুমকি,বাড়ির মহিলাদের ধর্ষনের হুমকিও দেওয়া হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে এমন টাই অভিযোগ ওই বিজেপি কর্মীর।

এই ঘটনার বিরবন জানিয়ে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ জানানোর পর কয়েক দিন কেটে গেলেও পুলিশ আজ ও কোন ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেছেন ওই বিজেপি কর্মী।এই অভিযোগ অবশ্য অশ্বিকার করেছে তৃণমূলের কর্মীরা। এলাকার তৃণমূল নেতা বিকাশ সওদাগর বলেন,’ ওটা মন্দিরের জায়গা, তাই এলাকার লোকেরা মন্দিরের জায়গা ঘিরে দিয়েছে, এর মধ্যে তৃণমূলের কেউ জড়িত নেই, তৃণমূল কে কালি মাখানোর চেস্টা করছে ওরা’।

df141 03417f3f 4b5d 4ed2 b1f5 88961cfde04aতবে প্রশ্ন একটাই এতো দিন মন্দিরের জায়গা কেউ ঘিরে নেয়নি এখন হাটাৎ কেনো ঘিরে নেওয়া হলো?

সম্পর্কিত খবর