বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গ রাজনীতিতে প্রাক্তন দম্পতি সুজাতা মণ্ডল (Sujata Mondal) ও সৌমিত্র খাঁয়ের (Saumitra Khan) সম্পর্ক নিয়ে চৰ্চা আকসার বর্তমান। একজন বিজেপি সাংসদ আর অন্যজন শাসকদলের সদস্য। তাদের বিবাহ বিচ্ছেদ ঘিরে কাদা ছোড়াছুড়ি চলছিল বহুদিন। এবার কুরুচিকর মন্তব্য করে সেই বিতর্কে নাম লেখালেন বাঁকুড়ার বিজেপি নেত্রী (BJP Leader)।
সৌমিত্র খাঁয়ের পাশে দাঁড়াতে এদিন বাঁকুড়ার (Bankura) বড়জোড়ার এক ধিক্কার কর্মসূচির আয়োজন করেছিলেন মহিলা মোর্চার সদস্যরা। সেখানেই তৃণমূল নেত্রী (TMC Leader) সুজাতা মণ্ডলের উদ্দেশে তির্যক মন্তব্য করেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সম্পাদিকা মিনতি দাস। আর তাতেই সরগরম রাজ্য রাজনীতি।
ঠিক কী বললেন বিজেপি নেত্রী? এদিন ভরা কর্মসূচিতে দাঁড়িয়ে বিজেপি নেত্রী মিনতি দাস সুজাতা মণ্ডলের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করে বলেন,”সুজাতা মণ্ডল সল্টলেকে সহবাস করে করলে করুক আপত্তি নেই। তিনি সহবাস করলে ১টার জায়গায় ৫০ টি সন্তান হবে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্ক বাড়বে।”
প্রসঙ্গত, সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডলের বিবাহ বিচ্ছেদের মামলা এখনও সম্পন্ন হয়নি। দিন কয়েক আগে ফেসবুক পোস্ট করে প্রাক্তন স্বামী সৌমিত্রর নৈতিক চরিত্র নিয়ে একাধিক আপত্তিকর মন্তব্য করেন সুজাতা। তা নিয়ে সুজাতার নাম না করে পালটা ফেসবুকে তার উদ্দেশে কড়া হুঁশিয়ারি দেন বিষ্ণুপুরের গেরুয়া সাংসদ। এই আবহেই এবার সৌমিত্রর পাশে দাঁড়াতে ময়দানে নামল দল।
তবে থেমে থাকেনি তৃণমূলও। সুজাতাকে নিয়ে বিজেপির তির্যক মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে শাসকদল। এই বিষয়ে তৃণমূল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অলোক মুখোপাধ্যায় বলেন,”একজন মহিলা সম্পর্কে না জেনে মন্তব্য করাটা ঠিক নয়। সুজাতা অত্যন্ত ভালো মেয়ে। বিজেপির মহিলাদের কালচারই হল কুৎসা করে বেড়ানো। বিজেপির পায়ের তলার মাটি শেষ। তাই নোংরা জায়গা ঘাঁটছে। নোংরা কথা না বললে তো কাগজে-টিভিতে নাম আসবে না। তাই সব প্রতিযোগিতায় নেমেছে।”