নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিপাকে অপরূপা, তৃণমূল সাংসদের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিল হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ গ্রুপ সি নিয়োগের (Group C Recruitment) তালিকা ধরে বেআইনি নিয়োগের অভিযোগ! এবার তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) বিরুদ্ধে মামলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রসঙ্গত, কিছুদিন আগে অপরূপার সাংসদ প্যাডে গ্রুপ–সি নিয়োগের তালিকা ধরে অনিয়ম করে নিয়োগের অভিযোগ তোলা হয়েছিল। বলা হয়েছিল অপরূপার তালিকায় যেসব চাকরিপ্রার্থীরা ছিলেন তাদের নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে। এই নিয়েই এবার মামলার অনুমতি দিয়েছে আদালত।

অন্যদিকে, এই মামলায় সিবিআই তদন্ত চেয়ে সোমবার কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন বিজেপি নেতা তথা হাইকোর্টের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)। এদিন বিচারপতি রাজাশেখর মান্থা মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী ২৬ এপ্রিল মামলায় শুনানির সম্ভাবনা রয়েছে। কিছুদিন আগেই তরুণজ্যোতি তিওয়ারি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংসদের বিরুদ্ধে বেআইনি নিয়োগের অভিযোগ তুলেছিলেন।

আরামবাগের সাংসদ অপরূপা পাল্টা বলেছিলেন তার ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই মিথ্যে অভিযোগ তোলা হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও সেই খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। এরপরই এই দুই বিজেপি নেতাকে মানহানির নোটিশ পাঠানো হয়। তাদের নামে শ্রীরামপুর থানায় অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। ক্ষমা না চাইলে মামলা করারও হুঁশিয়ারি দেওয়া হয়। এবার পাল্টা অপরূপা পোদ্দারের বিরুদ্ধেই হাইকোর্টে দায়ের মামলা।

বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির অভিযোগ, ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর নিজের প্যাডে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে যিনি নিয়োগ দুর্নীতির মামলায় জেলবন্দি, তার কাছে সুপারিশ করেছিলেন সাংসদ অপরূপা পোদ্দার।
এই নিয়ে তিনদিন আগেই অপরূপা পোদ্দার বলেছেন, “আপনারা আসল পেপারটা সামনে আনুন। সিবিআই–ইডিকে দিন। কোর্টেই দেখা হবে। যোগ্য জবাব আপনারা পাবেন।”

অন্যদিকে, অপরূপার দেওয়া মানহানির নোটিস পেয়ে তরুণজ্যোতি বলেন, ‘‘আফরিন আলি ম্যাডাম, আপনার নোটিস পেলে উত্তর নিশ্চয়ই দেব। তার আগে তৈরি হন সিবিআইকে উত্তর দেওয়ার জন্য। আর সংস্কৃতির কথা আপনার কিংবা আপনার পরিবারের কারও মুখে মানায় না। আপনার স্বামীর সেই বিখ্যাত ভিডিয়োটা এখনও সংবাদমাধ্যমে খুঁজলে পাওয়া যাবে। নারদ নিয়ে না হয় নতুন করে না-ই বা বললাম।’’


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর