বিজেপির ফ্লাগ ছেড়াকে কেন্দ্র করে উত্তাল রায়দিঘীর দীঘিরপাড় অঞ্চল। বিজেপির মারে আহত সেভিক পুলিশ

বাবলু প্রামাণিক দক্ষিণ ২৪ পরগনা: সোমবার : দক্ষিণ 24 পরগনা রায়দিঘি ঘটনা অভিযোগ এই যে একটি পাঠকাটি ভর্তি গাড়ির পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় উপরের অংশ লেগে বিজেপির ফ্লাগ ও ফেস্টুন ছিড়ে যায়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই স্থানীয় বিজেপির নেতারা এসে গাড়িটির উপর হামলা চালায় বলে অভিযোগ।ঘটনার সময় স্থানীয় সিভিক অরুণ পুরকাইত উত্তেজনা সামাল দিতে স্থানীয় রায়দিঘী থানায় খবর দেয়।

b06c3 img 20190603 wa0017

রায়দিঘী থানা থেকে পুলিশ যাওয়ার পূর্বেই দুষ্কৃতকারীরা সিভিক এর পরিবারের উপর রড, লাঠি নিয়ে চড়াও হয়। ছেলেকে বাচাতে মা বাড়ি থেকে বের হয়ে আসলে তার উপরও তারা প্রহার করে বলে অভিযোগ। বর্তমানে তিনি রায়দিঘী গ্রামীণ হসপিটালে চিকিৎসাধীন।পরিস্থিতি সামাল দিতে রায়দিঘী থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌছেছে। এলাকায় উত্তেজনা রয়েছে। তবে পুলিশসূত্রে জানা যাচ্ছে এখনও পর্যন্ত দুষ্কৃতীকারীদের কাউকে গ্রেফতার করা যায়নি তল্লাশি চলছে। স্থানীয় থানাতে সেবিক পুলিশ এর পরিবার জনের নামে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তদের ধরার জন্য খোঁজখবর চালাচ্ছেন বলে জানা যায়।

সম্পর্কিত খবর