শিক্ষক নিয়োগে প্রতারিতদের অভিযোগ শুনবে BJP! বিশেষ Email-র উদ্বোধন, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) থেকে শুরু করে প্রাথমিক টেট (Primary Tet) সহ অন্যান্য একাধিক দুর্নীতি মামলায় তোলপাড় বঙ্গ রাজনীতি। সকল মামলার দরুণ ক্রমাগত কোণঠাসা পরিস্থিতি হয়ে চলেছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) আর এবার তাদের সেই অস্বস্তি আরো বাড়িয়ে তুলে এই সংক্রান্ত একটি email লঞ্চ করল বিজেপি (Bharatiya Janata Party)। উক্ত ই মেইলে দুর্নীতির যেকোনো অভিযোগ জানানো যাবে বলে দাবি পদ্মফুল শিবিরের।

গতকাল বাঁকুড়া জেলার বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার এবং সেখানেই তিনি একটি বিশেষ email-এর লঞ্চ করেন।
এক্ষেত্রে sikshakniyogdurniti.report@gmail.com নামক ইমেইলের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় প্রতারিতরা তাদের অভিযোগ জানাতে পারবেন বলে দাবি মন্ত্রীর।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দুর্নীতি মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসে চলেছে। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, অশোক সাহাদের মতো তৃণমূল নেতা মন্ত্রী এবং শিক্ষা আধিকারিকরা হেফাজতে। এই পরিস্থিতিতে সিবিআই এবং ইডি একদিকে যখন তদন্তে এগিয়ে নিয়ে চলেছে, তখন অপরদিকে আবার বঞ্চিত চাকরি প্রার্থীরা বিক্ষোভ প্রদর্শনে নেমেছে। এই পরিস্থিতিতে আবার বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতারিত চাকরি প্রার্থীদের একাধিক অভিযোগ সামনে এসেছে। এক্ষেত্রে চাকরির প্রতিশ্রুতি পেয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করলেও কোন খোঁজ খবর নেই শাসক নেতাকর্মীদের।

এই পরিস্থিতিতে ই-মেইলের উদ্বোধন করার মাধ্যমে গতকাল কেন্দ্রীয় মন্ত্রী জানান, “নিয়োগের প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে অনেকে গোপনে টাকা আত্মসাৎ করে। যারা গোপনে টাকা দিয়েছিল, তারা এখন থানায় অভিযোগ জানাতে ভয় পেয়ে চলেছেন। সেই কারণেই আমরা এই বিশেষ ই-মেইলের উদ্বোধন করলাম। এবার থেকে এখানে সবাই নিজেদের অভিযোগ জানাতে পারবেন। কাকে কত টাকা দেওয়া হয়েছে কিংবা কিভাবে দেওয়া হয়েছে, সেই সকল বিষয় মেইলে উল্লেখ করতে পারবেন।”

exam wb ssc

প্রতারিতদের উদ্দেশ্যে সুভাষ সরকার আরো বলেন, “এমন অনেকে রয়েছেন, যাদের টাকা দেওয়ার ক্ষেত্রে কোন প্রমাণ কিংবা উপযুক্ত তথ্য নেই। তবে এক্ষেত্রে যদি কোন ফিক্সড ডিপোজিট কিংবা ব্যাঙ্ক একাউন্টের প্রমাণ থাকে, তাহলে সেগুলি ইমেইলের সঙ্গে যোগ করে দেবেন। আমরা একটি বিশেষ দল তৈরি করেছি, যারা এই মেইলগুলোর দিকে নজর রাখবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”


Sayan Das

সম্পর্কিত খবর