বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী এলাকা বারাণসীতে (varanasi) বড় ধাক্কা পেল বিজেপি (Bharatiya Janata Party)। বিধানসভা নির্বাচনে দুটি আসনে পরাজয়ের পর বিজেপির জয়লাভের আশা প্রায় ম্লান হয়ে গেছে। অন্যদিকে বিজেপি ৪ টি আসনে জয়লাভ করে, সমাজবাদী পার্টি ৩ টি আসনে এবং নির্দল প্রার্থী পেয়ছে ২ টি আসন।
বিজেপি যে দুটি আসনে হেরে গিয়েছে, তার একটি ছিল শিক্ষকের জন্য সংরক্ষিত এবং অন্যটি ছিল স্নাতকদের জন্য সংরক্ষিত। এই দুটি আসনেই সমাজবাদী পার্টি জয়লাভ করেছে। স্নাতক স্তরে সমাজবাদী পার্টির নেতা আশুতোষ সিনহা এবং শিক্ষক স্তরে লাল বিহারী যাদব জয়লাভ করেছেন। নির্বাচনে জয়লাভ করে লাল বিহারী যাদব বলেছেন, ‘দলের এই জয়ে আমি অত্যন্ত খুশি। এটি দলের জন্য একটি বড় সাফল্য’।
বারাণসীতে ১১ টি আসনে নির্বাচন হয়েছিল। ১১ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৪ টি আসন, সমাজবাদী পার্টি ৩ টি আসন এবং নির্দল প্রার্থী পেয়ছে ২ টি আসন। তবে এখনও ২ টি আসনের ফলাফল প্রকাশ বাকি আছে।