কলকাতা হাইকোর্টের দ্বারস্থ BJP! হঠাৎ কী হল? তোলপাড় বাংলা

বাংলা হান্ট ডেস্কঃ ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল বিজেপি (BJP)। ইতিমধ্যেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh)। আদালত সূত্রে খবর, বুধবার তথা আগামীকাল শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

হঠাৎ কেন হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ বিজেপি?

জানা যাচ্ছে, আগামী ২০ মার্চ তমলুকে মিছিল করতে চায় বিজেপি। এই নিয়ে পুলিশের কাছে অনুমতি চেয়েছিল পদ্ম শিবিরের জেলা নেতৃত্ব। তবে অভিযোগ, পুলিশ এখনও অনুমতি দেয়নি। এমনকি কোনও যোগাযোগও করছে না। এই নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। আগামীকাল শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দোল উৎসবের দিন রঙ খেলা নিয়ে তমলুকে দুই দলের যুবকের মধ্যে সংঘর্ষ হয়। অন্য দলের যুবকদের কেন রঙ মাখানো হয়েছে? এই নিয়ে শুরু হয় বচসা। অভিযোগ ওঠে, তিন যুবককে ব্যাপক মারধর করা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতারির দাবিতে আগামী ২০ মার্চ মিছিল করতে চায় বিজেপি।

আরও পড়ুনঃ ‘ওনারা আমায়…’! হুমায়ুনকে নিয়ে কী সিদ্ধান্ত নিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি? তোলপাড় বাংলা

জানা যাচ্ছে, রাজবাড়ি সংলগ্ন অঞ্চল থেকে মানিকতলা হাসপাতাল মোড় অবধি এই মিছিল করতে চায় গেরুয়া শিবির। সেই মিছিলে আবার রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপস্থিত থাকার কথা।

Calcutta High Court

আগামী বৃহস্পতিবার দুপুর ৩টে থেকে রাত ৮টা অবধি মিছিল করতে চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে অনুমতি চায় বিজেপি। তবে অভিযোগ, পুলিশ-প্রশাসনের তরফ থেকে অনুমতি দেওয়া হচ্ছে না এবং যোগাযোগও করা হচ্ছে না। তাই এবার মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল পদ্ম শিবির।

এদিকে এই ঘটনায় তৃণমূলের অভিযোগ, দুই পক্ষের সংঘর্ষ নিয়ে রাজনীতি করছে বিজেপি। প্রশাসনের তরফ থেকে কিছু জানানো হয়নি। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। আগামীকাল শুনানি হলে কী হয় সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর