তৃণমূলের পাল্টা বড় পদক্ষেপ! এবার পথে নামতে চাইছে BJP! হঠাৎ কী হল?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Elections 2026)। এই নিয়ে ময়দানে নেমে পড়েছে তৃণমূল, বিজেপি (BJP)। এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় শাসক, বিরোধী কেউ। এই আবহে মাথাচাড়া দিয়েছে ‘ভূতুড়ে ভোটার’ ইস্যু। ইতিমধ্যেই ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করতে মিছিল করেছে তৃণমূল। এবার সেই পথেই হাঁটতে চাইছে বিজেপি। মিছিলের ক্ষেত্রে পুলিশি অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে পদ্ম শিবির।

মামলা দায়েরের অনুমতি মিলল (Calcutta High Court)?

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ প্রথম তৃণমূলই তুলেছিল। বাংলার ভোটার লিস্টে ভিনরাজ্যের ‘ভূতুড়ে’ ভোটার ঢোকানোর অভিযোগ আনেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গেই একই এপিক নম্বরে একাধিক নাম থাকার কথাও বলা হয়। ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করতে ইতিমধ্যেই মিছিল করেছে তৃণমূল। এবার এই নিয়েই রাজনৈতিক কর্মসূচি নিয়েছে বিজেপি।

বুধবার ভোটার তালিকা নিয়ে মিছিলের পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। তবে সেই মিছিলে অনুমতি দেয়নি পুলিশ। সেই কারণে অনুমতি চেয়ে মঙ্গলবার উচ্চ আদালতের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে বিজেপি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টে আসছেন ‘এই’ বিচারপতি! বদলির সুপারিশ হতেই বিরাট সিদ্ধান্ত ‘ক্ষিপ্ত’ আইনজীবীদের

আগামীকাল দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা অবধি কলেজ স্কোয়্যার থেকে নির্বাচন কমিশনের দফতর অবধি মিছিল করতে চায় গেরুয়া শিবির। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে সেই মিছিল হওয়ার কথা। তবে এই কর্মসূচিতে পুলিশি অনুমতি মেলেনি। সেই কারণে আদালতের দ্বারস্থ হয় বিজেপি।

Calcutta High Court changes rule of bail case hearing

আগামীকালই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এই মামলার শুনানি হবে। সেক্ষেত্রে শুভেন্দুদের মিছিল হবে কিনা সেটা উচ্চ আদালতের নির্দেশের ওপর নির্ভরশীল। সাম্প্রতিক অতীতে বিজেপির একাধিক কর্মসূচিতে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে হাইকোর্ট। বুধবারের মিছিলের ক্ষেত্রে কী হয় সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X